১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেপালকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

-

আন্তর্জাতিক কাবাডির গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচের সব ক’টিতেই জয় বাংলাদেশের। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে (এ-গ্রুপ) শেষ ম্যাচে বাংলাদেশ তিনটি লোনাসহ নেপালকে ৪৬-৩১ পয়েন্ট পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। হারলেও ম্যাচে একটি লোনা তুলে নিতে সমর্থ হয় নেপাল। যা এই টুর্নামেন্টে বাংলাদেশের কাছ থেকে কোনো দলের প্রথম লোনাপ্রাপ্তি। ২০ পযেন্ট এনে দিয়ে ম্যাচসেরা হন রেইডার মিজানুর রহমান।
রেইডার মিজান বলেন, নেপালের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে আমরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দলের সবাই দারুণ গোছানো ছিল। জয়ের এই ধারা সেমিফাইনালেও অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement