১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১৩ বছর পর রানার্সআপ মোহামেডান

রানার্সআপ ট্রফি নিয়ে উল্লাসে মেতেছেন মোহামেডানের ফুটবলাররা : বাফুফে -

বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি রেকর্ডের মালিক মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারাই পেশাদার লিগের একমাত্র হ্যাটট্রিক রানার্সআপ। ২০০৭ সালে শুরু হওয়া বাফুফের পেশাদার লিগের প্রথম তিন আসরের দ্বিতীয় হওয়া দল তারা। ওই তিন মৌসুমেই চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। এরপর আবাহনী আরো দুই বার লিগ শিরোপা জিতলেও সাদাকালো শিবির আর রানার্সআপই হতে পারেনি। দর্শকপ্রিয় ঐতিহ্যবাহী ক্লাবটি দীর্ঘ ১৩ বছর পর ফের বিপিএল ফুটবলে রানার্সআপ হয়েছে। গতকাল তাদের এই দ্বিতীয় শিরোপা জেতাটা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ২-১ গোলে হারিয়েই। ফলে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট পায় তারা। ৩২ পয়েন্টে তৃতীয় হয়েছে আকাশী-নীলশিবির। এর আগে সর্বশেষ ২০০৯-১০ সিজনে রানার্সআপ হয় মোহামেডান। কাল ছিল এবিজি বসুন্ধরা বিপিএলের শেষ দিন। এতে অন্য ম্যাচগুলোতে বসুন্ধরা কিংস ৩-১ গোলে শেখ রাসেলকে, পুলিশ ২-০ গোলে ব্রাদার্সকে, ফর্টিস ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং রহমতগঞ্জ ২-০ গোলে শেখ জামালকে হারায়। ২৫ পয়েন্টে পুলিশ চতুর্থ, ২৪ পয়েন্টে ফর্টিস পঞ্চম, ১৯ পয়েন্টে শেখ রাসেল ষষ্ঠ এবং চট্টগ্রাম আবাহনী সপ্তম, ১৭ পয়েন্টে শেখ জামাল অস্টম এবং ১৬ পয়েন্টে রহমতগঞ্জ নবম হয়েছে।
এই সিজনের তিন লিগ/টুর্নামেন্টেই রানার্সআপ হলো মোহামেডান। স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপের পর লিগে। কাল গোপালগঞ্জ স্টেডিয়ামে ড্র দরকার ছিল মতিঝিলের ক্লাবটির। অন্য দিকে আবাহনীর জয়। শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও মিডফিল্ডার আরিফ হোসেনের জোড়া গোলে জয় আলফাজ আহমেদ বাহিনীর। ১৩ মিনিটে ব্রুনিনহো রোচার গোলে দিয়েগো ক্রুসিয়ানির দল এগিয়ে গেলেও ২৯ মিনিটে আরিফ হোসেন মোহামেডানকে সমতায় ফেরান। এরপর সবাই যখন ম্যাচ ড্র ধরে নিয়েছিল তখন ৯০ মিনিটে আরিফ ফের গোলের দেখা পান। মোজাফফরভের পাসে দ্বিতীয় গোল তার।
শেখ রাসেল তার হোম ভেনু কিংস এরিনায় ১৪ মিনিটে ভাজিসলভের গোলে এগিয়ে যায়। এরপর চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৪৭ মিনিটে মিগুয়েল ফিগেইরো, ৭৬ মিনিটে রাকিব এবং ৭৮ মিনিটে শেখ মোরসালিনের গোলে জয় তুলে নেয়। রাজশাহী স্টেডিয়ামে ওমর ( ৪৫), ভ্যালেরি (৭১), এবং সবুজ হোসেনের ( ৮২) গোলে ফর্টিস ৩-১ গোলে জয় পায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। বন্দরনগরীর পক্ষে ৫৮ মিনিটে গোল করেন সোহান। মুন্সীগঞ্জে শেখ জামালের বিপক্ষে রহমতগঞ্জের ২-০তে জয়ের মূল কারিগর আর্নেস্ট বোয়েটাং (৫০ মি.) ও স্যামুয়েল মাসনা কোনে ( ৭১ মি.)। স্যামুয়েলের গোলটি পেনাল্টি থেকে।
ময়মনসিংহে ব্রাদার্সের শেষটাও হয়েছে হারে। তাদের ২-০তে হারায় বাংলাদেশ পুলিশ। গোলদাতা আবদুল্লায়েভ (৩২ মি.)ও দ্বীন ইসলাম ( ৪৮ মি.)।
১৯ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ঢাকা আবাহনীর কার্নেলিয়াস স্টুয়ার্ট। আর স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ ১০ গোল বসুন্ধরা কিংসের রাকিব হোসেনের।


আরো সংবাদ



premium cement