১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাঁতারে ফাতিহার নতুন রেকর্ড

-

জাতীয় জুনিয়র সাঁতারে নতুন রেকর্ড গড়েছে ফাতিহা মাহতাব মাইশা। গতকাল সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে মেয়েদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে এক মিনিট ২০.৬ সেকেন্ডে নতুন এই রেকর্ড গড়ে মুন্সিগঞ্জ গজারিয়ার এই সাঁতারু। ২০১০ সালে আনসারের নাজমা খাতুনের আগের রেকর্ডটি ছিল এক মিনিট ২০.৭৭ সেকেন্ডের। মাইশার পিতা মুহম্মদ মাহতাব উদ্দিন মাসুম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত শিক্ষক ও কণ্ঠশিল্পী। এ ছাড়া দ্বিতীয় দিনে সাঁতারে ২৮ টি ইভেন্টর মধ্যে সাঁতারে দু’টি ও ডাইভিংয়ে একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। দিন শেষে বিকেএসপি ৪৩টি স্বর্ণ, ৩০টি রুপা ও ১০টি ব্রোঞ্জ পেয়ে শীর্ষে রয়েছে। কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাব চারটি স্বর্ণ, তিনটি রুপা ও ১৪টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।


আরো সংবাদ



premium cement