১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সহ-অধিনায়কে আফ্রিদির না

-

২০তম এবং শেষ দল হিসেবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ফিটনেস নিয়ে শঙ্কা এবং ম্যাচের অনুশীলনের অভাব থাকা সত্ত্বেও পেসার হারিস রউফকে রেখেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম। অধিনায়ক হিসেবে তৃতীয় টি-২০ বিশ্বকাপে অংশ নেবেন তিনি। ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য হিসেবে খেলবেন পেসার মোহাম্মদ আমির। দুই মাস আগে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে এবং ২০২২ অস্ট্রেলিয়া আসরে ফাইনাল খেলেও শিরোপা স্পর্শ করতে পারেনি পাকিস্তান।
টি-২০ বিশ্বকাপের পরই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর টি-২০ অধিনায়ক করা হয়েছিল শাহীন শাহ আফ্রিদিকে। তবে এক সিরিজ পরেই তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়। মহসিন নাকভি পিসিবির দায়িত্ব নেয়ার পর বাবর আজমকে ফের অধিনায়কত্ব ফিরিয়ে দেন। তবে হুটহাট আফ্রিদিকে অধিনায়কত্ব দিয়ে আবার কেড়ে নেয়ায় সমালোচিত হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সহ-অধিনায়ক হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল আফ্রিদিকে। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ফলে সহ-অধিনায়ক ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে। বাবরের সাথে দ্বন্দ্ব রয়েছে আফ্রিদির। আর অধিনায়কত্ব কেড়ে নেয়ায় মোটেই খুশি নন। তবে এই সংবাদ উড়িয়ে দিয়েছেন আফ্রিদি, ‘পাকিস্তান দলের অন্তর্কোন্দল নেই। টুকটাক যা মতবিরোধ আছে, সেটা সব পরিবারেই থাকে।’
এ দিকে বিশ্বকাপ স্কোয়াডে বড় কোনো চমক রাখেনি পাকিস্তান। রয়েছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। নতুন ক্রিকেটারদের মধ্যে আজম খান, উসমান খান ও আব্বাস আফ্রিদি সুযোগ পেয়েছেন।
‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ৬ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। দলে সুযোগ হয়নি পেসার হাসান আলী, ব্যাটার আগা সালমান ও মোহাম্মদ ইরফান খান।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


আরো সংবাদ



premium cement
প্রশাসনের নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম ক্লাবে কনসার্ট সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান

সকল