বসুন্ধরাকে রুখে দিলো রহমতগঞ্জ
রহমতগঞ্জ ০-০ বসুন্ধরা কিংস; পুলিশ ১-২ ফর্টিস- ক্রীড়া প্রতিবেদক
- ২৫ মে ২০২৪, ০০:০০
বছর কয়েক আগেও ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ফাইনালে খেলেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সেই পুরান ঢাকার দলটি এবার কয়েক দফা কোচ বদল করেও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি টিকে থাকা। তবে গতকাল গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট পেয়েছে রেলিগেশন এড়ানোর মিশনে। আর তা এবারের ট্রেবল জয়ী এবং টানা পাঁচ লিগ শিরোপা পাওয়া বসুন্ধরা কিংসকে ঠেকিয়ে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে তারা গোলশূন্যতে ড্র করতে বাধ্য করে অস্কার ব্রুজনের দলকে। ফলে ১৭ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৩। সমান ম্যাচে বসুন্ধরার সংগ্রহ ৪২। লিগে এটি বসুন্ধরার তৃতীয় ড্র। কাল এবিজি বসুন্ধরা প্রিমিয়ার ফুটবলে ময়মনসিংহে অনুষ্ঠিত অপর ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ফর্টিস এফসি। পুলিশ ২৩ পয়েন্টে চারেই আছে। রহমতগঞ্জের এই ড্রয়ের ফলে আজ শেখ রাসেলের কাছে হেরে গেলে বা ড্র করলেই নেমে যাবে ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের দলটি জিতলে রহমতগঞ্জকে পরের ম্যাচেও পয়েন্ট পেতে হবে। ব্রাদার্সের পয়েন্ট ৭।
লিগ শিরোপা জেতা হয়ে গেছে। ফলে নিয়মরক্ষার ম্যাচে বসুন্ধরা কিংস তাদের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরই পরখ করে। গোলরক্ষক শ্রাবণ, ডিফেন্ডার তপু বর্মণ, ফরোয়ার্ড রবসন রবিনহো, ডরিয়েলটনদের বিশ্রামে রাখেন কোচ অস্কার। একাদশে সুযোগ মেলে স্ট্রাইকার আমিনুর রহমান সজীব, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, গোলরক্ষক জিকোদের। তবে তারা পারেননি দলকে জেতাতে। উল্টো প্রথমার্ধে গোলের খুব কাছে চলে গিয়েছিল কামাল বাবুর দল। আর্নেস্ট বোয়েটাংয়ের শট জিকোকে পরাস্ত করলেও বল পোস্টে লাগায় গোলবঞ্চিত রহমতগঞ্জ। বসুন্ধরার গফরভও মিস করেন একটি চান্স। তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পর তাদের বাবুরবেগের হেড প্রতিপক্ষ কিপারের সোজা গেলে গোলহীন থাকে এই ম্যাচ।
অন্য ম্যাচে গাম্বিয়ার পা ওমর এবং ইউক্রেনের ভ্যালেরির গোলে পুলিশকে ২-১ গোলে হারায় ফর্টিস। ২৩ মিনিটে পা ওমর এবং ৫৮ মিনিটে ভ্যালেরি গোল করেন। পুলিশের কলম্বিয়ান মাথেও প্যালাসিয়স ৯৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান।
বসুন্ধরা-রহমতগঞ্জ ম্যাচে রহমতগঞ্জের বোয়েটাং ও ফর্টিস-পুলিশ ম্যাচে ফর্টিসের ভ্যালেরি সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা