১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রথম শিরোপার পথে নাসরিন একাডেমি

-

ইউসিবি মহিলা ফুটবল লিগে প্রথম শিরোপার পথে অনেকটা এগিয়ে গেছে নাসরিন স্পোর্টস একাডেমি। আগের ম্যাচে আতাউর রহমান কলেজ ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাবের সাথে ২-২ গোলে ড্র করার পর শঙ্কায় ছিল দুই মৌসুম আগের রানার্সআপরা। এ জন্য কাল তাদের জিততে হতো বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবের বিপক্ষে। সেই কাজই করেছে নাসরিন স্পোর্টস একাডেমি। কমলাপুর স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারায় আর্মি স্পোর্টসকে। এখন নাসরিন ২৪ তারিখে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাববে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। কাল সুলতানার গোলে প্রথমে লিড নিয়েছিল আর্মি স্পোর্টস। এরপর মাছুরা পারভীনের পেনাল্টিতে সমতা নাসরিন একাডেমির। ৬৫ মিনিটে গোল করেন মাছুরা। এরপর ৭০ মিনিটে সাবিনা খাতুনের গোলে নাসরিনের এগিয়ে যাওয়া। ৮৫ মিনিটে রিতু পুর্না চাকমা গোল করলে জয় নিশ্চিত হয় এবারের সবচেয়ে শক্তিশালী দলটির।


আরো সংবাদ



premium cement