১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপে প্রথম বারের মতো সামোয়া

-

চমক দেখিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে জায়গা করে নিলো সামোয়া। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে সেরা হয়ে ২০২৫ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। ইন্দোনেশিয়ার উদয়ন ক্রিকেট গ্রাউন্ডে বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৪ উইকেটে হারায় সামোয়ার মেয়েরা। ছয় ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চার দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা। নারী-পুরুষ মিলিয়ে সিনিয়র বা বয়সভিত্তিক ক্রিকেটে এবারই প্রথম কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেল সামোয়া।
বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৮৭ রানে আটকে রাখে সামোয়া। পরে ৩৪ বল বাকি থাকতে সেটি টপকে যায় এভিয়েটা ফেতু মাপুর নেতৃত্বাধীন দল। ছয় ম্যাচের মধ্যে শুধু পাপুয়া নিউগিনির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি হারে তারা।
প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির ১২৩ রান টপকে জয় পায় সামোয়া। ইন্দোনেশিয়া ও ফিজিকে হারিয়ে বিশ্বকাপের পথে এগিয়ে থাকে। তবে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির কাছে হারের ধাক্কা সামলে শেষ দুই ম্যাচ জিতে মালয়েশিয়া ও থাইল্যান্ড আসরে জায়গা করে নেয় ওশেনিয়া অঞ্চলের দেশটি।


আরো সংবাদ



premium cement