১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সব দোষ আমার না : সোহান

-


২০২২ সালের জুলাইয়ে হওয়া জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। একই বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ছিলেন সহ-অধিনায়ক। অথচ বিশ্বকাপ শেষ হওয়ার পরই বাংলাদেশের টি-২০ দল থেকে জায়গা হারিয়েছেন। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটিই টি-২০তে বাংলাদেশের হয়ে তার শেষ ম্যাচ। বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও আর সুযোগ পাননি জাতীয় দলে।
প্রায় আট বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে ৪৬ টি-২০ খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। যদিও ধারাবাহিকভাবে কখনই জাতীয় দলে ছিলেন না। বেশির ভাগ সময়ই কয়েক ম্যাচ খেলেই বাদ পড়েছেন। ২০২২ সালের নভেম্বরের পর থেকে টি-২০ থেকে দূরে আছেন। বাংলাদেশ যখন আরেকটা বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে তখন সোহানের কাছে চাওয়া হয়েছিল কোথায় ভুল করেছিলেন।
এমন প্রশ্নের জবাবে ডানহাতি এই ব্যাটারের উত্তর, ‘মানুষ মাত্রই ভুল। শুধু যে আমার ভুলের জন্য সবকিছু হয়েছে এরকমও না। অবশ্যই অনেক কিছু নির্ভর করে। দলের সমন্বয় নির্ভর করে, অনেক পরিস্থিতি থাকে, ধৈর্য রাখাটা গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে নিজেকে ওইভাবে তৈরি রাখি যাতে পরবর্তী যখন সুযোগটা পাব তখন যেন কাজে লাগানোর চেষ্টা করি।’

সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২৫১ রান করেছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। যেখানে ২৫.১০ গড়ের সাথে স্ট্রাইক রেট ছিল ১২৯.৩৮। ক’দিন আগে শেষ হওয়া ডিপিএলেও ব্যাট হাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ৪১.২৫ গড় ও ৮৪.৪৭ স্ট্রাইক রেটে ৪৯৫ রান করেছিলেন। শেখ জামালে তার চেয়ে বেশি রান করেছিলেন কেবল সাইফ হাসান। এমন পারফরম্যান্সের পরও অবশ্য জাতীয় দলে ডাক পড়েনি তার।
জাতীয় দলে খেলাটা গর্বের হলেও বাইরে থাকাটা হতাশার বলে জানিয়েছেন সোহান। ‘জাতীয় দল অবশ্যই গর্বের জায়গা আমার কাছে। এটা খুব বেশি খারাপ লাগে যখন বাইরে থাকি। বিপিএল ও প্রিমিয়ার লিগটা মোটামুটি ভালো গেছে। সুযোগ পেলে কতটা কাজে লাগাতে পারছি সেটি গুরুত্বপূর্ণ।’
ক’দিন আগে ডিপিএল শেষ হওয়ায় আপাতত অবসর সময় পার করতে হবে সোহানকে। এই সময়ে নিজের স্কিল উন্নতি করার সাথে ফিটনেস নিয়ে কাজ করতে চান তিনি। ‘যেহেতু ঘরোয়া মৌসুম শেষ হলো এখন যেটা চিন্তা থাকবে নিজের ফিটনেস নিয়ে কাজ করা এবং নিজেকে কতটা স্কিল অনুযায়ী উন্নতি করা যায়। ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ।’


আরো সংবাদ



premium cement