আর্মি স্পোর্টসকে হারাল শুদ্ধপুষ্করিণী
- ক্রীড়া প্রতিবেদক
- ১৮ মে ২০২৪, ০০:০০
আগের দিন হট ফেবারিট নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিতে ২-২-এ রুখে দিয়েছিল আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব। কাল ঘটে গেল আরেক অঘটন। টানা চার জয়ের পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল গোলাম রব্বানী ছোটনের আর্মি স্পোর্টস ক্লাবের। গতকাল জিতলেই ইউসিবি মহিলা ফুটবল লিগে শীর্ষে ওঠার সুযোগ ছিল। কিন্তু তাদেরকে প্রথম হারের তেতো স্বাদ দিলো শুদ্ধপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাব। ২-১ গোলে জেতে তারা।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে জয়ী দলের দুই গোলদাতা কাকলী সরেন (৫২ মি.) ও শিলা আক্তার (৮২ মি.) শিলার গোলটি প্লেনাটি থেকে। সেনাবাহিনীর হয়ে ব্যবধান কমান মাহফুজা খাতুন (৯৩ মি.)।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাসরিন অ্যাকাডেমি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা আতাউর রহমান কলেজ। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেনাবাহিনী রয়েছে তৃতীয় স্থানে। এ নিয়ে দ্বিতীয় জয় পেল শুদ্ধপুষ্করিণী। পরুশ আলপি আক্তারের হ্যাটট্রিকে সিরাজ স্মৃতি ৭-০তে উত্তরা এফসিকে হারায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা