উইকেট শিকারির তালিকায় শীর্ষে সাকিব
- ক্রীড়া প্রতিবেদক
- ১৭ মে ২০২৪, ০০:০৫
দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। সময়ের হিসাবে আর ১৬ দিন পরেই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আগামী ১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৯ জুন পর্যন্ত। যেখানে অংশ নেবে ২০ দল। যারা চারটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে। কুড়ি ওভারের বৈশ্বিক এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯ ভেনুতে। যেখানে সব মিলিয়ে ম্যাচ হবে ৫৫।
এদিকে বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে উত্তেজনা। ততই সবখানে শুরু হয়েছে নানান বিচার-বিশ্লেষণ। আসন্ন বিশ্বকাপে কারা হবে সেরা পারফর্মার, কোন দল সেমিফাইনালে উঠবে কিংবা কাদের হাতে উঠবে চ্যাম্পিয়ন শিরোপা ইত্যাদি নিয়ে চলছে আলোচনা।
এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপের আটটি আসর মাঠে গড়িয়েছে। এবারের আসরটি নবম হতে যাচ্ছে। আগের আসরগুলোতে বল হাতে দাপট দেখিয়েছেন অনেকেই। তবে সেরা পাঁচে জায়গা পেয়েছেন শহিদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, সাঈদ আজমলের মতো ক্রিকেটাররা। আশ্চর্য হলেও সত্যি এই তালিকায় সবার উপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তালিকার পাঁচ নম্বরে আছেন লঙ্কানদের রহস্য স্পিনার অজন্তা মেন্ডিস।
একনজরে শীর্ষ ৫ বোলার :
সাকিব আল হাসান
আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে বিশ্বকাপের সর্বশেষ আট আসরেই পারফর্ম করেছেন তিনি। এবারের বিশ্বকাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এ যাত্রায় তার সঙ্গী শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনিও টি-২০ বিশ্বকাপের সব আসরে খেলেছেন।
শুধু অংশ নেয়াতেই নয়, বল হাতেও রাজত্ব করছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সবশেষ আট আসরের ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৩৫ ইনিংসে তার ঝুলিতে রয়েছে ৪৭ উইকেট। সেরা বোলিং ফিগার ৯ রানে ৪ উইকেট। এছাড়া ক্যারিয়ারে মোট তিনবার চারটি করে উইকেট নিয়েছেন। বেশ এগিয়ে থেকেই এ তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান। আসন্ন বিশ্বকাপে আর তিন ব্যাটারকে সাজঘরের ফেরাতে পারলেই উইকেটের হাফ সেঞ্চুরি হবে।
শহিদ আফ্রিদি
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ৩৪টি ম্যাচে ৩৯ উইকেট শিকার করেছেন।
লাসিথ মালিঙ্গা
শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের মনে রীতিমতো কাঁপন ধরাতেন তিনি। টি-২০ বিশ্বকাপেও ৩১ ম্যাচে ৩৮ উইকেট শিকার করেছেন।
সাঈদ আজমল
পাকিস্তানের রহস্য স্পিনার সাঈদ আজমল। বল হাতে অসংখ্যবার প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানিয়েছেন। টি-২০ বিশ্বকাপে বল হাতে ঘূর্ণির ছড়ি চালিয়ে ৩৬ উইকেট পেয়েছেন। এজন্য তার খেলতে হয়েছে ২৩ ম্যাচ। ক্যারিয়ারে তিনিও সাকিবের সমান তিনবার চারটি করে উইকেট নিয়েছেন।
অজন্তা মেন্ডিস
আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে মাত্র ২১ ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। মেন্ডিস ক্যারিয়ারে সবমিলিয়ে ৩৫ উইকেট পেয়েছেন। তার সমান উইকেট পেয়েছেন পাকিস্তানের আরেক পেসার উমর গুলও। কিন্তু তিন ম্যাচ বেশি ও বোলিং গড়ের (৭.৩০) কারণে তালিকায় ছয়ে আছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা