১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপেক্ষা তাসকিনের

অপেক্ষা তাসকিনের -

এখন শুধু একটি নামেরই অপেক্ষা, তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-২০ খেলার সময় পাঁজরে চোট পান ডান হাতি পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে তাকে শেষ ম্যাচে খেলানো হয়নি। দল যখন মাঠে খেলছিল তখন তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে স্ক্যান করাতে। সেই স্ক্যানের রিপোর্ট দেখেই তাকে বিশ্বকাপে খেলানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।
বিশ্বকাপের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে হিউস্টনে তিনটি টি-২০ খেলবে। ইতোমধ্যে সেই সিরিজ থেকে তাসকিনকে সরিয়ে নেয়া হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। তাসকিনের যে চোট তা সারতে দুই থেকে তিন সপ্তাহ প্রয়োজন। পুনর্বাসন ভালো হলে সময় আরো কম লাগবে। বিসিবি তাসকিনকে নিয়ে সেই ঝুঁকি নেবে কি না- সেটিই দেখার।
তাসকিন অবশ্য সবকিছু ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছেন, ‘এখনো বলা যাচ্ছে না (বিশ্বকাপ খেলবেন কি না)। ফিফটি-ফিফটি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি সব কিছুর জন্য ভাগ্যবান।’
তাসকিনের বিকল্প হিসেবে হাসান মাহমুদকে প্রস্তুত রাখা হয়েছে। গতকাল মিরপুরে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে দীর্ঘ আলোচনায় বসেছিলেন ডান হাতি পেসার। সূত্রমতে, তাকে নিয়েই বিশ্বকাপে উড়াল দেবে বাংলাদেশ। সে ক্ষেত্রে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। হাসান মাহমুদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছিলেন না। তবে চট্টগ্রামে ১৭ জনের ক্যাম্পে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-২০-এর যে স্কোয়াড সেখান থেকে তেমন পরিবর্তনের পরিকল্পনা নেই। তাসকিন যদি শেষ পর্যন্ত বাদ পড়েন তাহলে হাসান মাহমুদ ঢুকবেন। আর তাসকিন ও হাসান দু’জনই থাকলে কপাল পুড়বে তানজিম হাসান সাকিবের।
এ ছাড়া তানভীর ইসলামের জায়গায় ঢুকবেন শেষ দুই ম্যাচে বিশ্রামে থাকা শরিফুল ইসলাম। শেখ মাহেদীর সাথে আছেন রিশাদ হোসেন। মাহেদী ও রিশাদ টি-২০তে নিজেদের জায়গা ধরে রেখেছেন। সাকিব থাকায় বাঁ হাতি স্পিনারের অভাব পূরণ হয়। সে ক্ষেত্রে তানভীরের বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এ ছাড়া বাকি স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।


আরো সংবাদ



premium cement