আজ বসুন্ধরার সেমির বাধা আবাহনী
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ মে ২০২৪, ০১:১৪
ঢাকা আবাহনী ও মোহামেডানের স্বপ্নের ফাইনাল। নাকি এবারের স্বাধীনতা কাপের মতোই ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে মোহামেডান। সেই উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত। গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে বেলা ৩টায় এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনাল। এতে মুখোমুখি হচ্ছে দেশের ফুটবলের নতুন দুই প্রবল প্রতিপক্ষ বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। জয়ী দল ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে। এবার বসুন্ধরা কিংসের জন্য কোনো বাধাই হতে পারেনি ঢাকা আবাহনী। সর্বশেষ লিগ ম্যাচে তাদের বিপক্ষে ২-১ গোলে জয় পায় অস্কার ব্রুজনের দল। এরপর রবসন রবিনহোরা মোহামেডানকে হারিয়ে নিশ্চিত করে লিগ শিরোপা। যা তাদের পাঁচবারের মতো লিগ চ্যাম্পিয়নশিপ জয়। আজো যদি বাংলাদেশ সেরা ক্লাবটি তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে তাহলে ট্রেবল জয়ের আর এক কদম দূরে থাকবে বসুন্ধরা। অন্য দিকে আবাহনী এখন যেন তাদের সোনালী অতীতের জাবর কেটেই দিন পার করছে। কোনো ট্রফি নেই। লিগেও তাদের রানার্সআপ হওয়াটা যদি কিন্তুর মোড়কে আটকা। এই অবস্থায় দলটির লাখ লাখ সমর্থকের মুখে হাসি ফোটানোর জন্য শেষ ভরসা হিসেবে ফেডারেশন কাপ জয়ের কোনো বিকল্প নেই। এই মিশনে তাদের আজ জিততেই হবে বসুন্ধরার বিপক্ষে। কাগজে-কলমে যা বেশ কঠিন। যদিও সর্বশেষ লিগ ম্যাচে দুই গোলে পিছিয়েও এক গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তুলেছিল দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানীর দল। বাংলাদেশ দলের সাবেক এই কোচের জন্যও চ্যালেঞ্জ এই ম্যাচ। চতুর্থ দফায় বাংলাদেশে কোচিংয়ে এসে এখন পর্যন্ত ক্লাব ফুটবলে তার কোনো সাফল্যই নেই। অন্য দিকে দলকে একের পর এক ট্রফি দিয়ে রেকর্ড বুকে চলে যাচ্ছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। এবারের সিজনে স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের তোপের মুখে পড়েছিল আবাহনী। সেই ম্যাচে আকাশি-নীল শিবিরদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল চ্যাম্পিয়নরা। ২০২১ সালেও আবাহনীর বিপক্ষে সেমিতে ৩-১ গোলে জয় অস্কার ব্রুজনদের। ২০১৮ সালের ঘটনা বহুল ফেডারেশন কাপের ফাইনালে অবশ্য আবাহনী ৩-১ গোলে হারিয়েছিল বসুন্ধরাকে। আজ জিততে আবাহনীকে তাদের সেরাটাই দিতে হবে। দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামের বক্তব্য তেমনই। ‘আমরা এবার কোনো ট্রফিই পাইনি। শেষ সুযোগ ফেডারেশন কাপ। তাই সেরাটা খেলেই বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে যেতে চাই।’ অন্য দিকে অস্কার ব্রুজন ট্রেবল জয়ের স্বপ্নের পথে থাকতে আজ জয়ের কোনো বিকল্পই দেখছেন না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা