১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লর্ডসে ক্রিকেটকে বিদায় বলবেন অ্যান্ডারসন

-

গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন জেমস অ্যান্ডারসন। অবসরের এমন ঘোষণাই দিলেন টেস্ট ইতিহাসের সফলতম ইংল্যান্ডের এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট শেষে ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন ইংলিশ এই কিংবদন্তি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরোয়া গ্রীষ্ম শুরু করবে ইংল্যান্ড। ১০ জুলাই লর্ডসে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। ইংল্যান্ডের জার্সি গায়ে এটিই হবে শেষ ম্যাচ অ্যান্ডারসনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন ৪১ বছর বয়সী অ্যান্ডারসন। লিখেছেন, ‘শুধু এটুকু বলে রাখি, লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট।’
কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে লর্ডস টেস্টের পর কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে অ্যান্ডারসন খেলা চালিয়ে যাবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়।
জিম্বাবুয়ের বিপক্ষে এই লর্ডসেই ২০০৩ সালে টেস্টের আঙিনায় পা রাখেন অ্যান্ডারসন। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে দুই কিংবদন্তি স্পিনার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধারান (৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের (৭০৮)। এখন পর্যন্ত ১৮৮টি টেস্ট ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। তার চেয়ে এই সংস্করণে বেশি ম্যাচ খেলছেন একমাত্র ভারতের শচিন টেন্ডুলকার (২০০টি)। অ্যান্ডারসসের মতে, তার দীর্ঘ এই ক্যারিয়ারের ইতি টানার ও নতুনদের সুযোগ করে দেয়ার এটাই সঠিক সময়।
অনেক বছর ধরে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটই খেলছেন অ্যান্ডারসন। জাতীয় দলের হয়ে ১৯৪ ওয়ানডের সবশেষটি তিনি খেলেছেন ২০১৫ সালে। এই সংস্করণে তার শিকার ২৬৯ উইকেট। আর ১৯ টি-২০তে উইকেট ১৮টি।


আরো সংবাদ



premium cement