১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফাহাদের জয়

-

দুবাই পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ এ জয় পেয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান। পরশু তৃতীয় রাউন্ডের খেলায় কাজাকস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার নুরমান আলুয়াকে পরাজিত করেন এই আন্তর্জাতিক মাস্টার। ফলে ফাহাদ ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে ৩১ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। গত রাতেই তার খেলা চলছিল উজবেকস্তানের গ্র্যান্ড মাস্টার ভাহিদভ জাহোনগিরের সাথে। ফাহাদ এর আগে ২৬৮৮ রেটিংধারী মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার নিউম্যান হান্স মোকের সাথে ড্র করেন। প্রথম রাউন্ডে তার ড্র ছিল চীনের সুপার গ্র্যান্ডমাস্টার ২৭২৮ রেটিংধারী ইউই ইয়াগনির সাথে।


আরো সংবাদ



premium cement