মারুফার প্রশংসায় রাধা যাদব
- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ মে ২০২৪, ০০:০৫
ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। তাতে সিরিজের বাকি দুই ম্যাচ রূপ নিয়েছে স্রেফ আনুষ্ঠানিকতায়। এখন অপেক্ষা কেবল ধবল ধোলাই এড়ানোর। আগামী ৬ মে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-২০তে ভারতের মুখোমুখি হবে জ্যোতিরা।
সিলেটে তৃতীয় টি-২০ ম্যাচ শেষে ভারতের স্পিনার রাধা যাদব বলেছিলেন, ‘মারুফার ইন্টেন্টটা আমার পছন্দ হয়েছে। সে অনেক অনেক ভালো। বেশ ভালো ইনসুইং করে। ফিল্ডিংটাও দারুণ। আমি তার খেলাটা পছন্দ করি।’
রাধার প্রশংসা শুনে মারুফা বলেন, ‘অবশ্যই আমার অনেক ভালো লাগে। বিশ্বের সেরা খেলোয়াড়েরা (আমার) নাম বললে ভালো লাগে। আমি হয়তো ভালো, এ কারণেই আমাকে নিয়ে কথা হচ্ছে। বড় কথা হচ্ছে দল যখন ভালো করে তখন প্রশংসাগুলো বেশি মাইনে রাখে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা