১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওয়াইল্ড কার্ড নয় বাইপারটাইট

-

আগস্টে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে প্যারা অলিম্পিক গেমস। এই আসরের জন্য ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোয়ালিফাই করেছেন আরচার ঝুমা আক্তার। এখন আরো দুই আরচার রূপালী আক্তার এবং আল আমিনের জন্য অলিম্পিকে খেলার ছাড়পত্র পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর তা ওয়াইল্ড কার্ড নয়। বাইপারটাইট। বাংলাদেশ ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান জানান, দু’টি ওয়াইল্ড কার্ড পাওয়ার কথা ছিল। কিন্তু ঝুমা সরাসরি কোয়ালিফাই করায় এখন একজন পুরুষ ক্রীড়াবিদের জন্য এই ওয়াইল্ড কার্ড হওয়ার কথা ছিল। তবে সেই মানের কোনো পুরুষ খেলোয়াড় নেই। ফলে কোটা নষ্ট হয়েছে। বিকল্প হিসেবে তাই এখন বাইপারটাইটে রূপালী আক্তার এবং আল আমিনকে পাঠানোর চেষ্টা হচ্ছে। এ ছাড়া তিনজন ব্যাডমিন্টন খেলোয়াড় জয়তু ধর, আলী ইমাম ও ইয়ামিন হোসেন, দুই অ্যাথলেটিক্স খন্দকার আবু সাঈদ ও ইমতিয়াজ আহমেদ এবং দুই সাঁতারু মোহাম্মদ সোহেল ও পল্লব কর্মকারের জন্য এই বাইপার টাইটের চেষ্টা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement