১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবাহনীর ২২তম শিরোপা

উইকেট নেয়ার আনন্দ ভাগাভাগি করছেন ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীর ক্রিকেটাররা : ইন্টারনেট -

জিতলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২৬৮ রানের লক্ষ্য পায় আবাহনী লিমিটেড। ম্যাচ জিততে শেষ ওভারে বর্তমান চ্যাম্পিয়নদের প্রয়োজন ছিল ৯ রান। পেসার শফিকুল ইসলামের প্রথম চার বলে টানা দু’টি করে মোট ৮ রান নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ দুই বলে যখন মাত্র ১ রান প্রয়োজন তখন শফিকুলের পঞ্চম বলে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছেন আবাহনীর অধিনায়ক।
শেখ জামালকে হারিয়ে ২২তম বারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জিতল আবাহনী। লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর এটি আবাহনীর পঞ্চম শিরোপা। দুই রাউন্ড বাকি থাকলেও টানা ১৪ জয়ে সবশেষ দুই মৌসুমেই চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলল খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। ২২ পয়েন্ট নিয়ে রানার্স আপ হওয়ার দৌড়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে জয়ের জন্য ২৬৮ রান তাড়ায় ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট হারায় আবাহনী। সাকিবের বলে শফিকুলের হাতে ক্যাচ দিয়েছেন সাব্বির হোসেন (৬)। এরপর বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নিতে থাকেন এনামুল হক বিজয় ও নাঈম শেখ। তাদের দু’জনের জুটি ভাঙেন শফিকুল। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে থাকা নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়েছেন ২১ রান করা নাঈম। বাঁহাতি এই ওপেনার ফিরলেও দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয়। অভিজ্ঞ এই ব্যাটারকে ৬৭ রানে ফিরিয়েছেন সাইফ হাসান।
সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে হাঁটতে থাকলেও আফিফ হোসেন ধ্রুবকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে দেননি তাইবুর রহমান। ৮৮ বলে ৮৩ রানের ইনিংস খেলে ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। এরপর মোসাদ্দেক অপরাজিত ৫৩ এবং নাহিদুল ইসলাম ২৪ রানের ইনিংস খেলে আবাহনীর জয় নিশ্চিত করেন। শেখ জামালের হয়ে শফিকুল দু’টি উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন সাকিব, সাইফ, তাইবুর এবং রিপন মণ্ডল।
এর আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৬৭ রান তোলে শেখ জামাল। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি হিসেবে ডিপিএল খেলা সাকিব ৫৬ বলে খেলেছেন ৪৯ রানের ইনিংস। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জিয়াউর রহমান। খেলেছেন ৫৮ বলে ৮৫ রানের ইনিংস। এ ছাড়া সৈকত আলী ও সোহান খেলেছেন সমান ৪১ রানের ইনিংস। আবাহনীর হয়ে তানজিম সাকিব ও রাকিবুল হাসান নিয়েছেন তিনটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
শেখ জামাল ধানমন্ডি ক্ল¬াব : ৫০ ওভারে ২৬৭/৯ (সৈকত ৪১, সাকিব ৪৯, সোহান ৪১, জিয়াউর ৮৫, তানজিম ৩/৬২, রকিবুল ৩/২৯)। আবাহনী লিমিটেড : ৪৯.৫ ওভারে ২৭৩/৬ (নাঈম ২১, এনামুল ৬৭, আফিফ ৮৩, মোসাদ্দেক ৫৩*, সাকিব ১/৩৪, শফিকুল ২/৬০)। ফল : আবাহনী ৪ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : মোসাদ্দেক হোসেন (আবাহনী)


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর

সকল