চোটে চলতি মৌসুম শেষ এনজোর
- ক্রীড়া ডেস্ক
- ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ইনজুরিতে পড়ে চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন চেলসির ফরোয়ার্ড এনজো ফার্নান্দেজ। অর্থাৎ ব্লুজদের হয়ে মৌসুমের বাকি ছয়টি ম্যাচ খেলতে পারবেন না আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা। কুঁচকির ইনজুরিতে ভুগতে থাকা এনজোর অস্ত্রোপচার করতে হয়েছে।
এক বিবৃতিতে গত পরশু চেলসি জানায়, ‘এনজো ফার্নান্দেজ আজ (গত পরশু) কুঁচকির সমস্যায় সফল অস্ত্রোপচার করেছেন। তার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য মৌসুমের বাকি ম্যাচগুলোতে তাকে সাইডলাইনে রাখা হয়েছে। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার কোভামে তার পুনর্বাসনের জন্য ক্লাবের মেডিক্যাল বিভাগের সাথে থাকবেন।’
এদিকে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। ল্যাটিন আমেরিকা ফুটবলের জমজমাট এই আসরেও অনিশ্চিত হয়ে পড়েছেন ফার্নান্দেজ। তবে আর্জেন্টিনার আশা কোপা আমেরিকার আগেই সুস্থ হয়ে যাবেন ফার্নান্দেজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা