১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাঠে ফিরতে প্রস্তুত কোর্তোয়া

-

চলতি মৌসুম শুরুর আগে গত আগস্টে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া। দুই পায়ের চোট কাটিয়ে মাঠে নামার জন্য এখন ক্ষণ গুনছেন বেলজিয়ান এই গোলরক্ষক। খুব শিগগিরই এই গোলরক্ষককে ম্যাচ স্কোয়াডে পাওয়া যাবে বলে আশা করছেন রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি।
কোর্তোয়া গত আগস্টে অনুশীলনের সময় চোট পাওয়ায় পরীক্ষায় বাঁ হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চিড় ধরা পড়ে। দীর্ঘ পুনর্বাসনে ওই চোট কাটিয়ে গত মাসে অনুশীলনে ফিরেছিলেন তিনি। দ্রুত তার মাঠে নামার সম্ভাবনাও তখন জোরালো হয়েছিল। কিন্তু অনুশীলনের সময় এবার ডান হাঁটুতে চোট পান কর্তোয়া। এমআরআই স্ক্যানে তার হাঁটুর মেনিসকাসে চিড় ধরা পড়ে। নতুন করে ছিটকে যান আরো কয়েক সপ্তাহের জন্য।
অবশেষে এই চোট থেকেও সেরে উঠেছেন তিনি। তবে ফিটনেসে এখনো ঘাটতি থাকায় আগামী সপ্তাহেও তার খেলার সম্ভাবনা নেই।
আগের দিন সংবাদ সম্মেলনে অ্যানচেলোত্তি বলেন, ৩১ বছর বয়সী গোলরক্ষককে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চান না। ‘সামনে আমাকে দল সাজানো নিয়ে সতর্কতার সাথে ভাবতে হবে। দলে অনেক চোট সমস্যা আঘাত হেনেছে। কর্তোয়া ভালো আছে। আগামী সপ্তাহে সে প্রস্তুত হয়ে উঠবে ও কাদিসের (আগামী ৪ মে) বিপক্ষে ম্যাচে খেলতে পারে।’

 


আরো সংবাদ



premium cement