মানিয়ে নিতে পারবেন সাকিব : লিপু
- ক্রীড়া প্রতিবেদক
- ২৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
শেখ জামাল ধানমন্ডি ক্লাব সেরা ছয়ে থাকলেও সুপার লিগে খেলবেন না সাকিব আল হাসান! ক’দিন আগে এমন গুঞ্জন তৈরি হলেও সুপার লিগে খেলতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন তারকা এই অলরাউন্ডার। দ্বিতীয় রাউন্ড থেকেই শেখ জামালের হয়ে খেলবেন তিনি। তবে সুপার লিগে খেলার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে পাওয়া যাবে না সাকিবকে।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য যদিও এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি বিসিবি। সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলেন ৩৪ জন ক্রিকেটার। ছিলেন না সাকিব ও মোস্তাফিজ।
সাকিব না খেলার বিষয়ে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি এই মাসের শেষ নাগাদ বাংলাদেশে আসবেন। এরপর একটা সম্ভাবনা আছে, প্রিমিয়ার লিগে তার এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপর টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ঢুকে যাবেন। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। এরপর অবশ্যই আমরা চাইব, যেহেতু পাঁচটি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান।’
লিপুর বিশ্বাস, ডিপিএলের ম্যাচে খেললে গরমের সাথে মানিয়ে নিতে পারবেন সাকিব। তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারকে একটি প্রক্রিয়ার মধ্যে আসতে হয়। বিদেশ থেকে যেহেতু আসবেন, স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকবেন। কিন্তু গরমের সাথে মানিয়ে নেয়ার ব্যাপার আছে। আমরা এই বিষয়গুলোর দিকে নজর দিবো।’
সর্বশেষ সিরিজগুলোয় সাকিব না থাকায়, দলের মধ্যে বোঝাপড়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। লিপু জানান, টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের অনেক ম্যাচ রয়েছে। যা খেলোয়াড়দের একসাথে খেলতে সহায়ক হবে। ‘কিভাবে অন্য খেলোয়াড়দের সাথে মিশতে হয় সাকিব সেটা জানে। এটি সমস্যা না। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-২০ খেলব এবং এরপর যুক্তরাষ্ট্রের সাথে আরো তিনটি ম্যাচ রয়েছে। যার মাধ্যমে একসাথে সময় কাটানোর সুযোগ পাবে খেলোয়াড়রা।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ খেলার জন্য আইপিএলের মাঝ পথে দেশে ফিরছেন মোস্তাফিজুর রহমান। ২ মে বাংলাদেশে ফেরার কথা থাকলেও প্রথম টি-২০তে অনিশ্চিত বাঁহাতি এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুর দিকে পাওয়া যাবে না সাকিব আল হাসানকেও। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরবেন তিনি। বিসিবির মেডিক্যাল বিভাগের সাথে কথা বলার পর তাকে ম্যাচ খেলানো নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মোস্তাফিজকে নিয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘আমার ধারণা মোস্তাফিজ প্রথম ম্যাচে অ্যাভেইলেবল থাকবেন না। কারণ তিনি আসবেন, উনাকে আমাদের মেডিক্যাল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।। তারপর তার সাথে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেবো।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিব দেশে ফেরার পর আলোচনা করে নেয়া হবে সিদ্ধান্ত। তার কথায়, ‘সাকিব তো দেশে ফিরবে দুই একদিনের মধ্যে। এরপর সে সুপার লিগে খেলবে। আমরা ওর সাথে বসব, এরপর সিদ্ধান্ত নিবো। তবে শুনেছি সুপার লিগে সে খেলবে, সে জন্য জিম্বাবুয়ের সাথে শুরুর দিকে নাও খেলতে পারে। আলোচনার পর আমরা নিশ্চিত হতে পারব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা