১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টাইগারদের নতুন অ্যানালিস্ট মহসিন

-

বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন মহসিন শেখ। গত বছর নিউজিল্যান্ড সিরিজের সময় তাকে খণ্ডকালীন দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার তাকেই পূর্ণকালীন দায়িত্ব দিয়েছে বিসিবি।
ক’দিন পরেই বাংলাদেশ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজ দিয়েই নিজের দায়িত্ব শুরু করতে যাচ্ছেন তিনি। বিসিবির বিবৃতি অনুযায়ি ১ মে থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল ২০২৬ শেষ হবে মহসিনের সাথে চুক্তি।
গত বিশ্বকাপের পর থেকেই পারফরম্যান্স অ্যানালিস্ট ছিল না বাংলাদেশের। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন সাবেক ক্রিকেটার নাসির আহমেদ। এরপর ম্যানেজমেন্টের চাওয়ায় বিদেশী অ্যানালিস্টের খোঁজে ছিল বিসিবি। এরপরই দায়িত্ব দেয়া হয় মহসিনকে। বিপিএল দল খুলনা টাইগার্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
শ্রীলঙ্কা সিরিজে দায়িত্বে ছিলেন শাওন জাহান। অ্যানালিস্ট হিসেবে বেশ অভিজ্ঞ মহসিন। শুরুতে পাকিস্তান ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দল নিয়ে কাজ করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের বেশ কয়েকটি দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলের দল রাজস্থান রয়্যালসেও কাজ করেছেন। গত বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তান দলের অ্যানালিস্টের দায়িত্বে ছিলেন।

 


আরো সংবাদ



premium cement