১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এলপিএলের ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের ইম্পেরিয়াল

-

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজেদের প্রথম মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল ‘ডাম্বুলা অরা’। পরের মৌসুমে ফাইনাল খেললেও ‘বি লাভ ক্যান্ডির’ কাছে হেরে রানার্স আপ হয়েছিল তারা। এমন সাফল্যের পরও এবারের আসরে দেখা যাবে না তাদের। গত মৌসুমে রানার্স আপ হওয়ার কিছু দিন পরই এলপিএল থেকে নিজেদের সরিয়ে নেয় মালিকানায় থাকা অরা লঙ্কা গ্রুপ। এবার সেটি কিনে নিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। ডাম্বুলা থান্ডার নামে এবারের মৌসুমে খেলবে দলটি। চুক্তিপত্রে সাক্ষর করে ডাম্বুলার মালিকানা বুঝে নিয়েছেন ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের দুই কর্ণধার তামিম রহমান ও গোলাম রাকিব। এলপিএলে দল নিতে পেরে রোমাঞ্চিত তারা দু’জন।


আরো সংবাদ



premium cement