১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ড্রতে বেকায়দায় ওয়ান্ডারার্স ও পিডব্লিউডি

-

শেষ দিকে এসে দারণ জমে উঠেছে এবারের এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। তিন দলের মধ্যে প্রিমিয়ারে ওঠার লড়াই। ইয়ংমেন্স ক্লাব ফকিরের পুল, ঢাকা ওয়ান্ডারার্স ও পিডব্লিউডি এই তিন দলেরই পয়েন্ট সমান ২৩ করে। যদিও ইয়ংমেন্সের এক খেলা কম। তাদের আরো দুই খেলা বাকি আছে। তবে আজ যদি ইয়ংমেন্স জিততে পারে ফরাশগঞ্জের বিপক্ষে তাহলে তাদের বিপিএলে ওঠাটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। কাল নিজ নিজ ম্যাচে ড্র করে নিজেদের অবস্থান বেগতিক করেছে ওয়ান্ডারার্স ও পিডব্লিউডি। অবশ্য জয়ের সুযোগ হারিয়েছে পিডব্লিউডি। ৯৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও তাদের শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করতে হয়েছে বাফুফে এলিটের সাথে। যদিও ১১ মিনিটে রিফাতের গোলে এগিয়ে যায় বাফুফে এলিট। এরপর পিডব্লিউডি ১৭ মিনিটে হৃদয় এবং ১৯ মিনিটে স্বাধীনের গোলে ২-১ এ লিড নেয়। এই স্কোর লাইনেরই ৯০ মিনিটের খেলা শেষে ১০ মিনিট ইনজুরি টাইমের খেলা শুরু। অফিস ক্লাবটি ততক্ষণে নিজেদের সম্ভাব্য জয়ী মনে করছিল। কিন্তু ৯৬ মিনিটে বাফুফে এলিটের পারভেজ সমতা আনলে ২-২ এ শেষ হয় ম্যাচ। কাল দিনের প্রথম ম্যাচে ওয়ারীর সাথে গোলশূন্য ড্র করেছে ওয়ান্ডারার্স।

 


আরো সংবাদ



premium cement