১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আরেকটি বর্ষসেরার দৌড়ে ইমরানুর

-

গত পরশু সিটি গ্রুপ প্রথম আলো ২০২৩-এর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জয় করেন যুক্তরাজ্য প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। এবার কুল-বিএসপিএ ২০২৩ এর বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়েও আছেন গত বছর এশিয়ান ইনডোরে স্বর্ণ জয় করা এই স্পি­ন্টার। তার প্রতিদ্বন্দ্বী ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও ফুটবলার রাকিব হোসেন। আর পপুলার চয়েজে শান্ত ও ইমরানুরে সাথে আছেন মহিলা ক্রিকেটার ফারজানা হক পিংকি ও ফুটবলার শেখ মোরসালিন। তবে ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন শান্ত। বর্ষসেরা নারী ক্রিকেটার পিংকি। বর্ষসেরা ফুটবলার রাকিব, বর্ষসেরা অ্যাথলেট ইমরানুর এবং বর্সসেরা উদীয়মান ফুটবলার হয়েছেন শেখ মোরসালিন। এছাড়া বর্ষসেরা বক্সার হয়েছেন সেলিম হোসেন, বর্ষসেরা ফুটবল কোচ হয়েছেন আলফাজ আহমেদ। সেরা টিটি খেলোয়াড় রামহিম লিয়ন বম এবং সেরা শ্যুটার কামরুননাহার কলি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে বর্ষসেরা এবং কাবাডি ফেডারেশনের সেক্রেটারি হাবিবুর রহমান সেরা সংগঠকের পুরস্কার পাচ্ছেন। তৃণমূলের সংগঠক হিসেবে ভারোত্তোলনের মোজাম্মেল হোসেন এবং সংক্রিয় সংস্থা হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদফতর পুরস্কার পাচ্ছে। বিশেষ সম্মাননা পাচ্ছেন মনজুর হোসেন মালু। রোববার দেয়া হবে পুরস্কার। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।


আরো সংবাদ



premium cement