‘এ’ দলে খেলবেন মুমিনুলরা
- ক্রীড়া প্রতিবেদক
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
সাদা বলের ক্রিকেটের ভাবনায় না থাকায় বিশ্বকাপ চলাকালীন মাঠের বাইরে থাকতে হবে মুমিনুল হক, সাদমান ইসলাম, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়দের। বিশ্বকাপ শেষে টেস্ট নিয়ে ব্যস্ত হওয়ার আগে খেলা নেই ঘরোয়া ক্রিকেটেও। এমন অবস্থায় টেস্ট ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ আয়োজনের ব্যবস্থা করেছে বিসিবি।
জালাল ইউনুস বলেন, ‘মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ফাঁকা সূচি থাকায় তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তানের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে দু’টি সিরিজ আছে। নিউ জিল্যান্ড ‘এ’ দল আসবে সেপ্টেম্বরের শেষের দিকে।’
সুপার লিগে খেলবেন না জাতীয় দলের ক্রিকেটাররা
২৬ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে প্রশ্ন হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা কি ক্যাম্পের শুরু থেকেই অংশ নিতে পারবে? কারণ ২২ বা ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে ছয় দল নিয়ে সুপার লিগ। ঢাকা লিগের প্রথম রাউন্ড শেষ হতেই মূলত শিরোপার লড়াই শুরু হবে সুপার লিগ পর্বে। তাই ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়বে কি না তা নিয়ে থাকছে প্রশ্ন! তবে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সুপার লিগ নিয়ে তাদের ভাবার সময় নেই। ক্যাম্প শুরু হলে জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে অংশ নেবে। যেটা পরিষ্কার করে বলতে চাই- ক্যাম্পে সব ক্রিকেটার অংশ নেবে। লিগে খেলবে কি না সেটি ক্লাবগুলোর সাথে তারা বুঝবে।’
অন্য দিকে জানা গেছে, বড় ক্লাবগুলোর চাপে জাতীয় দলের ক্রিকেটারদের শেষ পর্যন্ত খেলতে হতে পারে সুপার লিগে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা