১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপ শেষ এবাদতের

-

গত বছরের জুলাইয়ের ইনজুরিতে পড়েছিলেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ চলছিল তখন। সেই সিরিজ শেষ তো হলোই, সেই সাথে গত অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপও মিস করেছেন। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে এবং বিদেশে সিরিজ খেলল বাংলাদেশ। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা এলো পুরো মাত্রার সিরিজ খেলতে। সেই সিরিজেও দর্শক হয়ে ছিলেন এবাদত। মাঝে বিপিএলও চলে গেল। তিনি মাঠের বাইরে। সর্বশেষ জানা গেল আগামী জুনে টি-২০ বিশ্বকাপে তার খেলা হচ্ছে না। ইনজুরি থেকে মুক্তি মেলেনি বাংলাদেশের এই পেসারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, বিশ্বকাপের আগে এবাদতের ফিট হওয়ার উপায় নেই। নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্র ও উইন্ডিজ বিশ্বকাপও মিস করবেন।
অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরির জন্য অস্ত্রোপচারের পর পুনর্বাসনে রয়েছেন এবাদত। দেবাশিস জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের আগে ডানহাতি পেসারের কামব্যাক করার কোনো উপায় নেই। আট থেকে ১২ মাস সময় লাগবে তার। তবে ইনজুরিতে পড়া সৌম্য ও তাইজুলকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement