১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৪০ বছরের ট্রফি খরা কাটাল বিলবাও

কোপা দেল রে’র শিরোপা জয়ের আনন্দ এভাবেই উদযাপন করছেন বিলবাও খেলোয়াড়রা : ইন্টারনেট -

১৯৮৪ সালে শিরোপা স্বাদ পেয়েছিল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো বিলবাও। কোপা দেল রে’র চ্যাম্পিয়ন হয়েছিল সেই ৪০ বছর আগে। দীর্ঘ সময় পার করে আবার সেই কোপা দেল রে’তে শিরোপা আলোয় উজ্জ্বল হলো ক্লাবটি। রোমাঞ্চকর ফাইনালে রিয়াল মায়োর্কাকে হারিয়ে বহুল কাক্সিক্ষত সাফল্যের দেখা পেল তারা। সেভিয়ায় গত পরশু নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে মায়োর্কাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার উল্লাসে মেতে উঠে অ্যাথলেটিকো বিলবাও।
সবশেষ ১৯৮৩-৮৪ মৌসুমে কোপা দেল রে ও লা লিগার শিরোপা জেতা বিলবাও তখনকার সময় সফলতম ক্লাব ছিল। কোপা দেল রে’তে সেটি ছিল তাদের ২৩তম শিরোপা। সেই সময় এই আসরে বার্সেলোনার শিরোপা ছিল ২০টি আর রিয়াল মাদ্রিদের ১৫টি। সেখান থেকে দ্রুতগতিতে এগিয়ে টুর্নামেন্টে এখন বার্সেলোনার ট্রফি ৩১টি। রিয়ালের ২০টি। আর ২৩ শিরোপাকে ২৪-এ পৌঁছাতে ৪০ বছর লেগে গেল বিলবাওয়ের। এর মধ্যের সময়টায় ছয়বার ফাইনালে উঠলেও হেরেছে প্রতিবারই।
সেভিয়ার মাঠে ৬০ হাজার ধারণক্ষমতার গ্যালারি ছিল পরিপূর্ণ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ৫০ হাজার দর্শক ছিলেন বিলবাওয়েরই। তারা মাঠ ছেড়েছেন স্মরণীয় জয়ের স্বাক্ষী হয়ে। ম্যাচের শুরু থেকে বিলবাওয়ের দাপট থাকলেও গোল করে ম্যাচে এগিয়ে যায় মায়োর্কা। ২১ মিনিটে কর্নার থেকে ফিরতি বল ধরে জালে পাঠান দানি রদ্রিগুয়েস। ম্যাচের ৫০ মিনিটে বিলবাওকে সমতায় ফেরান ওইয়ান সানসেট। এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুই দলের কেউই জালের ঠিকানা পায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম চার শটের সব ক’টিই জালে পাঠায় বিলবাও। মায়োর্কার মানু মোরলেন্সের শট ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলকিপার। আরেকটি শটে গোল করতে পারেননি নেমানিয়া রাদোনিচ। আর তাতেই ৪০ বছরের শিরোপা-খরা ঘুচে বিলবাওয়ের।


আরো সংবাদ



premium cement