১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না : সুজন

-

নিজের সম্মানের কথা উল্লেখ করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুরোধ রেখেছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না। আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন।’
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসার পর আগের মতো সম্পর্ক নেই সুজনের সাথে। দু’জনের মাঝে হয়েছে যোজন যোজন দূরত্ব। হাথুরুর প্রথম দফায় কোচ হওয়ার পর থেকে তার সাথে বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ গেল বছর ভারত বিশ্বকাপে ছিলেন দুইজন একসাথে। তবে সেখানে সুজনের কাজের পরিধি কম থাকায় গণমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছিলেন সুজন।
এবার কোচ হাথুরুসিংহেকে নিয়ে মুখ খুললেন সুজন। গতকাল মিরপুরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচকে নিয়ে তিনি বলেন, ‘হাথুরুসিংহে হয়তো বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা কোনো বিষয় না আমার কাছে। আমার কাছে আমি বাংলাদেশের সম্মানিত কোচ। আমার খেলোয়াড়রা সম্মান করে। আমার সম্মান আমি হারাতে চাই না।’
নিজের দায়িত্ব এবং বোর্ড সভাপতিকে নিয়েও মন্তব্য করেছেন সুজন, ‘পাপন ভাই আমার অধিনায়ক উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করব। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোনো সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’
এই সময় সুজন বিশ্বকাপ প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘আমি মনে হয় সমাধান না এখন বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশের আছে ভালো সমাধান। আর আমি এটাতে ইন্টারেস্টেডও (আগ্রহী) না। আমি মনে করি আমি ভালো চাকরি করছি। শেষ বিশ্বকাপে যা করেছি আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে ওটা যায় না আসলে। হয়তোবা আমি এত বড় কোচ না তারপরও আমার সম্মান আছে। আর আমার মনে হয় সেই সম্মানটা আমি শেষ বিশ্বকাপে পাইনি। সুতরাং আমি ওটা করতে চাই না আর কোনো দিনও।’
সুজন আর এসব পদে যেতে চান না দাবি করে বলেন, ‘আমি ওসব পদে যেতে চাই না। আমি খুশি আমার জীবন নিয়ে। আমি আবাহনীর কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। আমার দেশের ক্রিকেটের উন্নতির জন্য জন্য যদি কোনো সাহায্য করতে হয় করব। কিন্তু জাতীয় দলের ওই অ্যাসাইনমেন্টগুলো আমার জন্য ঠিক না আমি ডিজার্ভ করি না।’
জাতীয় দলের চেয়ে আবাহনী শক্তিশালী
বাংলাদেশ জাতীয় দল বর্তমানে একপ্রকার করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। লঙ্কানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে বাজেভাবে হেরে হোয়াইওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে বাজে অবস্থার মধ্য দিয়ে যাওয়া এই দল থেকে না কি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল আবাহনীও শক্তিশালী। এমনটাই দাবি করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।
এবারের ডিপিএলে চলমান আসরের ৯ ম্যাচ শেষে শীর্ষে রয়েছে ঢাকার ক্লাবটি। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের ধারণা জাতীয় দল থেকে আবাহনী শক্তিশালী। গতকাল সুজন বলেন, ‘শান্তকে (জাতীয় দলের অধিনায়ক) হাসতে হাসতে বলছিলাম তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন শক্তিশালী।’
এমনিতেই তারকানির্ভর দল গঠন করে থাকে আবাহনী। এবারের আসরেও তারকা সব ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে তারা। নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, জাকের আলি অনিকদের মতো তারকারা রয়েছেন এবারের দলে। আরেক তারকা লিটন সম্পর্কেও কথা বলেন সুজন, ‘জাকের এবং লিটন একটা ব্রেক চেয়েছে। লিটন বাংলাদেশের সেরা খেলোয়াড় এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি লিটনের ব্যাটিং সবসময় পছন্দ করি। তার ব্যাটিং দেখা অন্যরকম ব্যাপার।’
সুজন যোগ করেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সমাধান আমি না। আরো বড় সমাধান আছে। জাতীয় দলের কোনো দায়িত্ব নিয়ে আগ্রহও নেই। গত বিশ্বকাপে সম্মানটা পাইনি। আমি আর এই কাজ করতেও চাই না।’


আরো সংবাদ



premium cement