টাইগারদের আত্মবিশ্বাস ফেরাতে আসছে জিম্বাবুয়ে
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
যখনই দেশের ক্রিকেটের খারাপ সময় এসেছে, তখনই টাইগারদের আত্মবিশ্বাস ফেরাতে বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অপেক্ষাকৃত দুর্বল সেই প্রতিপক্ষকে পেয়ে বলে-ব্যাটে জ্বলে ওঠে ক্রিকেটাররা। ফিরে পান হারানো ছন্দ ও ফর্ম। অতীতে এমন ঘটনা অনেকবার ঘটেছে। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটে। শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হয়েছে নাজমুল হোসেন শান্তরা। ওয়ানডে সিরিজ জিতলেও হেরেছে টি-২০তে।
আবারো কঠিন সময়কে পেছনে ফেলার সুযোগ পাচ্ছে দেশের ক্রিকেট। ঈদের পর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে স্বাগতিকদের সাথে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সিকান্দার রাজা-রায়ান বার্লরা। চট্টগ্রামে ৩, ৫ ও ৭ মে হবে দু’দলের প্রথম তিন টি-২০। ১০ ও ১২ মে মিরপুরে হবে চতুর্থ ও পঞ্চম টি-২০। আন্তর্জাতিক টি-২০ পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। দুই দলের ২০ মুখোমুখিতে বাংলাদেশের ১৩ জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে ৭ ম্যাচে। টি-২০ বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেয়ার শেষ সুযোগ বাংলাদেশের। ব্যাটার ও বোলারদের ছন্দে ফেরার সুবর্ণ সুযোগ। এদিকে বিসিবির নির্বাচক প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণশক্তির দল গঠন করা হবে। তবে অদলবদল করে প্রায় সবাইকে খেলানো হতে পারে। ঈদের ছুটির পর ২০ এপ্রিল ক্রিকেটাররা যোগ দেবেন কন্ডিশনিং ক্যাম্পে। আর ছুটি শেষে ২২-২৩ এপ্রিল ঢাকায় ফেরার কথা বিদেশী কোচদের।
শান্তদের মতো হতাশ করেছে নিগার সুলতানা জ্যোতিরাও। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি নারীদল। মিরপুরের স্পিন কন্ডিশনে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেটাররা। টানা তিন ওয়ানডেতে পার করতে পারেননি ১০০ রানের কোটা। দুই ফরম্যাট মিলিয়ে অজি নারীরা জিতেছে ৬-০ ব্যবধানে। আসছে ভারত দল। সেখানে নিজেদের পরখ করার সুযোগ থাকছে টাইগ্রেসদের। আগামী ডিসেম্বরে ঘরের মাঠে হবে নারী বিশ্বকাপ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা