জাতীয় দলে ফিরতে চান রনি
- ক্রীড়া প্রতিবেদক
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০৫
ঘরোয়াতে নিয়মিত পারফর্ম করার পরও ২০১৮ সালের পর থেকে জাতীয় দলের হয়ে খেলার আর সুযোগ পাননি আবু হায়দার রনি। সবশেষ বিপিএলেও চমকজাগানো পারফরম্যান্স ছিল। এবারে প্রিমিয়ার লিগেও দারুণ খেলছেন তিনি। গতকাল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির ৭ উইকেট নিয়ে বিধ্বস্তই করে দিয়েছেন দলটিকে। ম্যাচ শেষে জানিয়েছেন, আবারো জাতীয় দলে ফিরতে চান তিনি।
তার কথায়, ‘দিন শেষে সবাই চায় জাতীয় দলে খেলতে। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে। আলহামদুলিল্লাহ আমি জাতীয় দলে খেলেছি। আমার এই স্বপ্নটা আছে, আবারো জাতীয় দলে ফেরার। নিজের দলকে প্রতিনিধিত্ব করার। দেশের জন্য ভালো করা। ঘরোয়াতে ভালো হচ্ছে, এটা যেন আমি দেশের হয়ে করতে পারি। সবসময় চেষ্টা থাকে। স্বপ্ন দেখা বন্ধ হলে আর ক্রিকেট খেলব না। যত দিন খেলব, এই স্বপ্ন অবশ্যই থাকবে। কপালে যদি জাতীয় দলে খেলব লেখা থাকে, তাহলে আজ বা কাল অবশ্যই খেলব।’
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত মৌসুমের অন্যতম সেরা বোলার রনি। ৯ ম্যাচে ১৫.৯০ গড়ে ২০ উইকেট নিয়েছেন এই পেসার। পাশাপাশি মোহামেডানে ব্যাট হাতেও অবদান রাখছেন তিনি। সাত ইনিংসে একটি হাফ সেঞ্চুরিসহ ১৪৪ রান এসেছে তার ব্যাটে। নিজের ব্যাটিং নিয়ে রনি বলেন, ‘আমি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করি। আলহামদুলিল্লাহ বোলিং ব্যাটিং দুটোই ভালো হচ্ছে। চেষ্টা করছি ভালো করার। আল্লাহ সহায় হচ্ছে। আমি আমার প্রক্রিয়ায় আছি। বোলিং-ব্যাটিং দিয়েই যেন আমি আমার দলকে সাহায্য করতে পারি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা