১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেরিনার্সের জয়ে শুরু

-

প্রিমিয়ার বিভাগ হকি লিগে দারুণ জয় পেয়েছে মোহামেডান ও মেরিনার্স। গতকাল মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে মোহামেডান ৬-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ হকি দলকে। সাদা কালো দলের হয়ে মালয়েশিয়ান ফয়জাল বিন শারি দু’টি এবং আরেক মালয়েশিয়ান ফিতরি বিন শারি, রাসেল মাহমুদ, শিমুল ইসলাম ও আমিরুল ইসলাম একটি করে গোল করেন। পুলিশের হয়ে আহসান হাবিব, ভারতীয় দিপক প্যাটেল ও পাকিস্তানের এহতিশাম আসলাম একটি করে গোল শোধ দেন।
এর আগে প্রথম খেলায় ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ গোলের ব্যবধান হারায় মেরিনার্স ইয়াংস ক্লাব। এ জয়ে ঊষার বিরুদ্ধে লিগের প্রথম লেগে হারের বদলা নিলো মামুর উর রশীদের শিষ্যরা। জয়ী দলের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি, মাঈনুল ইসলাম কৌশিক, সোহানুর রহমান সবুজ এবং দুই ভারতীয় রাজিন্দর সিং ও দীপক একটি করে গোল করেন। ঊষার হয়ে ভারতীয় ইশরাত ইকতিদার হ্যাটট্রিক করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।


আরো সংবাদ



premium cement