১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফারিহার হ্যাটট্রিকেও সিরিজ হার

অজিদের বিপক্ষে হ্যাটট্রিক উইকেট নেয়ার আনন্দে শূন্যে ভাসছেন ফারিহা : নয়া দিগন্ত -

ইনিংসের শেষ তিন বলে অজিদের উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ফারিহা তৃষ্ণা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৯ রানে ৪ উইকেট নেন ২১ বছর বয়সী এই বাঁহাতি পেসার। ২০২২ এশিয়া কাপেও তৃষ্ণা হ্যাটট্রিক করেছিলেন মালেয়েশিয়ার বিপক্ষে। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করা তৃতীয় বোলার তিনি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করেছেন আর কেবল হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এউকো।
গতকাল এ বাঁহাতির প্রথম শিকার ছিলেন এলিসা পেরি, ঠিক তার পরের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান সোফি মলিনেক্স। হ্যাটট্রিক বলে বেথ মুনিকে বোল্ড করেছেন ফারিহা। নিজের ওই অভিজ্ঞতাই পরে শুনিয়েছেন তিনি। ‘লক্ষ্য ছিল একটু ভালো কিছু করার। অনেকদিন পরে আবার টি-২০তে ফিরলাম, ম্যাচ খেলার সুযোগ হয়েছে, দলকে কিছু দেয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় হ্যাটট্রিকের সময় আমার মাথায় ছিল জায়গামতো বল করবো, যদি আল্লাহ তায়ালা সহায় হন, যদি কিছু হয়।’
২০২২ সালের এশিয়া কাপে মালেশিয়ার বিপক্ষে আগের হ্যাটট্রিকটি করেছিলেন ফারিহা তৃষ্ণা। গতকাল এমন কীর্তির পরও দল হেরে যাওয়ার আফসোস ফারিহার। ‘আফসোস তো আছেই। নিজের অর্জন থেকে যদি দলের অর্জনটা হয় তখনই নিজের অর্জনের আনন্দটা বেশি হয়। দল জিতলে হয়তো এ অর্জনটা ভালোভাবে উদযাপন করা যেত। আমাদের ভালো শুরু ছিল, আশাবাদী ছিলাম। কিন্তু হয়নি।’
বাঁ-হাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণার হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে টি-২০ সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫৮ রানে হারে জ্যোতি বাহিনী। প্রথম ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ৪ এপ্রিল। ৫ এপ্রিল অস্ট্রেলিয়ার বিমান ধরবে অজি মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ১৬১/৮ (জর্জিয়া ৫৭, হ্যারিস ৪৭, তৃষ্ণা ৪/১৯, নাহিদা ২/২১।
বাংলাদেশ : ১০৩/৯ (দিলারা ২৭, স্বর্ণা ২১, সোফি ৩/১০, গার্ডনার ৩/১৭।
ফলাফল : অস্ট্রেলিয়া ৫৮ রানে জয়ী।
সিরিজ : ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল