যানজটে মাঠে যেতে পারেননি ক্রিকেটাররা
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
সাভারে তেলবাহী ট্যাংকার উল্টে আগুন লাগায় সৃষ্ট যানজটের কারণে সময়মতো মাঠে যেতে পারেনি ডিপিএল ক্রিকেটের কোনো দল। তাতে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ পিছিয়ে গেল।
বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের। চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ছিল পারটেক্স স্পোর্টিং।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সদস্যসচিব আলী হোসেন জানান, ‘বিকেএসপির এই রাউন্ডের ম্যাচগুলো পিছিয়ে যাবে একদিন করে।
রাস্তায় একটি দুর্ঘটনার কারণে প্রচ- জ্যাম। কোনো টিম বাস বা অফিসিয়াল কেউই যেতে পারেনি। তাই ম্যাচগুলো বডিলি শিফট করা হয়েছে।’ তবে ফতুল্লায় লিগের অন্য ম্যাচেটি যথারীতি চলছে। সেখানে লড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা