১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খালি হাতেই অবসরে যাচ্ছেন হাবিব

-

বঙ্গবন্ধু স্টেডিয়াম বা কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। এই দুই মাঠে ঘরোয়া ফুটবল হলেই ঘোষক হিসেবে পাওয়া যায় একজনকে। নাম তার এ এস এম হাবিবুব রহমান। এ ছাড়া সাঁতার, খো খো এবং অ্যাথলেটিক্সের সময়ও মাইক হাতে চলতে থাকে তার ঘোষণা। সাধারণ বীমার সাবেক ফুটবলার হাবিব দু’দিন পরেই চলে যাবেন সাবেকের খাতায়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সহকারী প্রশাসক হিসেবে ৪ এপ্রিল অবসরে চলে যাচ্ছেন কুস্টিয়ার এই সন্তান। তবে অবসরে গেলেও কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না তিনি। কারন তিনি জাতীয় ক্রীড়া পরিষদে চাকরি করছেন মাস্টার রোলে। ১৯৯৬ সালে জাতীয় সুইমিং কমপ্লেক্সে চাকরি দিয়ে শুরু তার। এর পরও দুই যুগেরও বেশি সময় ধরে অনেক চেষ্টা তদ্ববির করেও স্থায়ী করতে পারেননি চাকরি। ফলে এখন একেবারে খালি হাতেই চাকরির পর্ব শেষ করতে হচ্ছে হাবিবকে।
অথচ এই হাবিরের পরামর্শেই মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের প্র্যাকটিস পুলে বাণিজ্যিকভাবে সাঁতার শেখানোর উদ্যোগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সুইমিং কমপ্লেক্সের আনুষঙ্গিক খরচ এই সাঁতার শিখিয়েই নির্বাহ হচ্ছে। সাথে ঢাকা শহরের বহু ছেলেমেয়ের সাঁতার শেখা হয়েছে এবং হবে।
ক্রীড়া পরিষদে চাকরির পাশাপাশি ২০০০ সাল থেকে বাংলাদেশ বেতারের নিয়মিত বাংলা সংবাদ পাঠক। সাথে ক্রীড়া ভাষ্যকারও। এ ছাড়া আধুনিক অফিস ব্যবস্থাপনা কোর্স এবং আর্থিক ব্যবস্থাপনা কোর্স করেছেন তিনি। পেয়েছেন নানা পুরস্কার। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, কেন্দ্রীয় বার্তা সংস্থা, বাংলাদেশ সংবাদ পাঠক সমিতি আয়োজিত বাংলা ভাষা এবং সংবাদ পাঠ বিষয়ে বিভিন্ন কোর্স করা ব্যক্তি এই হাবিব।
এতো কিছুর পরও চাকরিটা স্থায়ী হয়নি তার।

 


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল