শততম ম্যাচে বসুন্ধরার ৭ গোল
- ক্রীড়া প্রতিবেদক
- ৩১ মার্চ ২০২৪, ০০:০৫
ব্রাদার্স ১-৭ বসুন্ধরা কিংস
রহমতগঞ্জ ০-৩ ঢাকা আবাহনী
ম্যাচটি ছিল বসুন্ধরা কিংসের জন্য মাইল ফলকের। চারবারের লিগ চ্যাম্পিয়নদের শততম ম্যাচ। এমন ম্যাচতো রাঙ্গাতে চাইবেই অস্কার ব্রুজনের দল। গতকাল রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেঞ্চুরির ম্যাচে গোল উৎসবেই মেতেছিলেন রবসন রবিনহো, মিগুয়েল ফিগেইরো ও এমফন উদহরা। তাদের ঝড়ে ৭-১ গোলে উড়ে গেছে ব্রাদার্স ইউনিয়ন। লিগের প্রথম পর্বে ব্রাদার্সে ৫-২ গোলে হারিয়েছিল তারা। কাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। জয়ের ফলে শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ১০ খেলায় ২৫। তৃতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ১৮। তলানীতে অবস্থান রহমতগঞ্জ ও ব্রাদার্সের। পুরান ঢাকার দলের সংগ্রহ ১০ খেলায় ৭। আর ব্রাদার্সের ৩।
এবিজি বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি এই ম্যাচটি ছিল মিগুয়েল ফিগেইরোময়। দীর্ঘদেহী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার নিজে দুই গোল করেছেন। আবার তিনটি গোলের জোগানদাতা। ফলে ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও গেছে তার দখলেই। ২০ ও ৩০ মিনিটে ব্রাদার্সের জালে বল পাঠান স্থানীয় সাদ উদ্দিন ও ব্রাজিলের বরসন রবিনহো। দুই গোলেরই অ্যাসিস্ট ফিগেইরো। এরপর ফিগেইরো নিজেই ৩৭ মিনিটে জালের দেখা পান। তাকে বলটি দিয়েছিলেন রিমন হোসেন। ৪১ মিনিটে দলটির স্কোর ৪-০ হয়। এবার গোলদাতা এমফন উদহ। পাস দেন অধিনায়ক রবিনহো। অবশ্য বিরতির আগেই ব্রাদার্স একটি গোল পরিশোধ করে বসুন্ধরার জয়কে ক্লিনশিট হতে দেয়নি। গোলদাতা এলিটা কিংসলে। সুফিলের পাসে এই গোল।
বিরতির পরও চলতে থাকে বসুন্ধরা কিংসের গোলের মহড়া। ৫১ মিনিটে ইব্রাহিমের জোগান দেয়া বলে গোল মোহাম্মদ সোহেল রানার। ৫৮ মিনিটে ফিগেইরো করেন নিজের দ্বিতীয় গোল। ম্যাচের শেষ গোল ৬৯ মিনিটে। ফিগেইরোর হ্যাটট্রিক অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল নাইজেরিয়ান এমফন উদহের।
অন্য ম্যাচে আবাহনীকে পুরো প্রথমার্ধে রুখে দিয়েছিল রহমতগঞ্জ। তবে বিরতির পর আর প্রতিরোধ করা সম্ভব হয়নি তাদের। ৪৯ মিনিটে ব্রাজিলের ওয়াশিংটন সান্তোসের গোলে তাদের লিড। ৫৯ মিনিটে সেন্ট ভিনসেন্টের স্টুয়ার্ট ব্যবধান দ্বিগুণ করার পর ৬৩ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন স্কোর ৩-০ করে। ফলে জয়ে ফিরতি পর্ব শুরু দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানীর দলের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা