ঢাকায় এশিয়া কাপ প্যারা আরচারি
- ক্রীড়া প্রতিবেদক
- ৩১ মার্চ ২০২৪, ০০:০৫
বাংলাদেশের প্যারা আরাচারিতে চলছে বসন্তের সুবাতাস। ক’দিন আগেই সংযুক্ত আরব আমিরাতে প্যারিস অলিম্পিক গেমসে কোয়ালিফাই করার ছাড়পত্র পান ঝুমা আক্তার। কম্পাউন্ডে ব্রোঞ্জ জিতে তার এই অর্জন। এবার বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ প্যারা আরচারি। মে মাসে হবে এই আসর। ১০ দেশের এই টুর্নামেন্টের তারিখ ও ভেনু আজ বাংলাদেশ প্যারা আরচারি অ্যাসোসিয়েশনে সভায় ঠিক হবে। আগে কখনোই এশিয়া কাপ প্যারা আরচারিতে অংশ নেয়া হয়নি ঝুমা, আল আমিন, রুপালী ও খোরশেদদের। সেখানে এবার স্বাগতিক হয়েই প্রতিযোগিতায় অভিষেক। জানান প্যারা আরচারির সাধারণ সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ। এটাকে বিরাট অর্জন বলছেন এই সাবেক অভিনেতা, মডেল ও হকি খেলোয়াড়।
প্যারা আরচারদের এখন সুযোগ অলিম্পিক গেমসে আরো কোটা প্লেস করার। এ জন্য মে মাসে ব্যাংকক যাবে বাংলাদেশ দল। এরপর জুনে ইউরোপের দেশ চেক রিপাকলিকের রাজধারী প্রাগে আরেকটি অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ডে লড়বেন রুপালী, আল আমিনরা। সেক্রেটারি ফয়সাল জানান, আমরা এখন প্যারা আরচারির রিকার্ভে কোটা প্লেসের অপেক্ষায় আছি। আল আমিন, খোরশেদ, রুপালীদের স্কোর ভালো হচ্ছে। যদি কম্পাউন্ডে ঝুমার পর রিকার্ভেও কোটা প্লেস হয় তাহলে তা হবে দেশের জন্য আরেক ইতিহাস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা