১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোহাম্মদ ইউসুফ আর নেই

-

বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বিগত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ব্যবসায়ী সমিতির সম্পাদক মোহাম্মদ ইউসুফ আর নেই। গতকাল ৩০ মার্চ চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দু’দিন আগে স্ট্রোক করেছিলেন ইউসুফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বাদ আসর মরহুমের নামাজে জানাজা চট্টগ্রাম মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ইউসুফের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে চলছে শোকের মাতম। যুব ও ক্রীড়ামন্ত্রী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, হকি ফেডারেশন, বিসিবি, বিওএ, বাফুফে, মোহামেডান, সাংবাদিকদের সংগঠন বিএসপিএ, বিএসজেএ গভীর শোক প্রকাশ করেছে। গতকাল প্রিমিয়ার হকি লিগের দুই ম্যাচ শুরুর আগে ইউসুফের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। ইউসুফকে শ্রদ্ধা জানাতে বাহফে পতাকা অর্ধনমিত করা হয়েছে ।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাথে অনেক দিন থেকে তিনি জড়িত। চট্টগ্রাম মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলত। সেই সময় তিনি দলের কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ হকি ফেডারেশনে সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।


আরো সংবাদ



premium cement