সাকিবকে পাওয়াটা সৌভাগ্য : পোথাস
- ক্রীড়া প্রতিবেদক
- ৩০ মার্চ ২০২৪, ০২:১৫
শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান। এমনকি টেস্ট সিরিজ থেকেও ছুটি নেয়ায় দলের বাইরে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চট্টগ্রাম আজ থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই টেস্টকে সামনে রেখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে চট্টগ্রাম টেস্টে খেলতে রাজি হয়েছেন সাকিব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সাথে গতকাল যোগ দিয়েছেন তিনি। বেলা ১১টায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সোজা বিমানবন্দর, সেখান থেকে চট্টগ্রামে গিয়ে দলের সাথে যোগ দেয়া। দুপুরে দলের অনুশীলনেও নেমে পড়েছেন। গভীর মনোযোগ দিয়ে অনুশীলন করেছেন সাকিব।
বিশ্বসেরা এই অলরাউন্ডারকে পেয়ে খুশি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবকে দলে পেয়ে সন্তুষ্ট চন্ডিকা হাথুরুসিংহের অবর্তমানে প্রধান কোচের দায়িত্বে থাকা নিক পোথাসও। সাকিব যোগ দেয়ায় একটা ইতিবাচক প্রভাব পড়েছে দলে। তা জানিয়ে পোথাস বলেন, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে।’
টাইগার ভারপ্রাপ্ত প্রধান কোচ বলেন, ‘সাকিব তার অভিজ্ঞতা দলকে নিংড়ে দেয়। ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শূন্য মেরে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। এরপর সাদা বলের ক্রিকেটে তাকে বিবেচনা করবেন না বলে ধারণা দিয়েছেন। তবুও আশা ছিল টেস্টে অন্তত তার ব্যাট কথা বলবে। আর সেটা হলে সাদা বলের আত্মবিশ্বাসটাও তিনি ফিরে পাবেন। কিন্তু সিলেট টেস্টেও লিটন নির্বাচকদের আশা খুব একটা পূরণ করতে পারলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে অবিবেচকের মতো শট খেলে আউট হওয়াই সেই আলোচনাটাই ফিরিয়ে আনল। তবে কি সাদা বলের চাপটা গত বছর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের ফিফটি (৬৬*) করা লিটন লাল বলেও টেনে আনছেন?
লিটনের বিষয়ে সম্পূর্ণই ভিন্ন সুর বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের। তিনি মনে করেন এই চাপ আসছে বাইরে থেকে। সহকারী কোচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলন শেষে গতকাল সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানেই উঠে আসে লিটনের চাপ প্রসঙ্গ।
পোথাস বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনের হাতেই লিটনকে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’
বাইরে থেকে কিভাবে চাপ আসে, সেটারও ব্যাখ্যা দিয়েছেন পোথাস, ‘মিডিয়া ও সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার ও তারাও মানুষ।’
দক্ষিণ আফ্রিকান এই কোচের মতে, সবাই যদি লিটনকে সমালোচনা থেকে একটু ছাড় দেয়, একজন মানুষের মতো মনে করে, তাহলে সাময়িক দুঃসময়ে চক্র থেকে বের হতে পারবে লিটন। ‘আমরা যদি তাদের সাথে মানুষের মতো আচরণ করি ও তাকে তার জন্য সবচেয়ে ভালো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরা ফলাফলই দেখাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা