১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়

-

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে গতকাল বড় জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে তারা ৭-০ গোলে হারায় আজাদ স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের ভারতীয় রিক্রট নিখিল নন্দলাল পরদেশীর হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় দলটি। এ ছাড়া জয়ী দলের অভিজ্ঞ ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয় জোড়া গোল করেন, আরেক ফরোয়ার্ড আরশাদ হোসেন এবং মিডফিল্ডার রাজু আহমেদ তপুর স্ট্রিক থেকে আসে অপর দু’টি গোল।
দিনের প্রথম খেলায় সাধারণ বীমা ৪-২ গোলে হারায় দিলকুশাকে। জয়ী দলের ভারতীয় আশুর জোড়া গোল করেন। শাকিল হোসেন এবং আরেক ভারতীয় রবি একটি করে গোল করেন। দিলকুশার গোলদাতা পারভেজ এবং শাসন ।


আরো সংবাদ



premium cement