শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিত : সাকিব
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ মার্চ ২০২৪, ০০:০৫
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনেই শেষ হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলা। ৩২৮ রানে হারে বাংলাদেশ। ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ১৮২ রানেই গুটিয়ে যায় টাইগাররা। প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছিল শান্তর দল। শ্রীলঙ্কা তাদের দুই ইনিংসে যথাক্রমে ২৮০ ও ৪১৮ রান করে। বাংলাদেশের ২০ উইকেটের সবগুলোই দখল করে লঙ্কান পেসাররা। স্পিনাররা কোনো উইকেটই পায়নি। অন্য দিকে লঙ্কানদের ২০ উইকেটের ৭টি নেয় বাংলাদেশের স্পিনাররা। ১১টি নেন পেসাররা। ২টি রানআউট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হার বাংলাদেশ। বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি শান্তর দল। এমন হার মেনে নিতে কষ্ট হচ্ছে সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন, শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জেতা উচিত বাংলাদেশের।
তার কথায়, ‘আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি যে, শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’
৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে খেলবেন সাকিব। তিনি সবশেষ টেস্ট খেলেছেন গত এপ্রিলে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোট ও বিশ্রামের কারণে প্রায় এক বছর সাদা পোশাকে খেলা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রামে ছিলেন। লঙ্কানদের বিপক্ষে ৯ টেস্টে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৩৮.১৮ গড়ে ৬১১ রান করেন সাকিব। পাশাপাশি বল হাতে নেন ৩৮ উইকেট।
শান্ত অসাধারণ একজন লিডার হবে
টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। নেতৃত্ব পেয়ে অন্যান্য ফরম্যাটে ভালো করলেও সাদা পোশাকে তেমন কিছুই করা হয়নি নাজমুল হোসেন শান্তর। দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে থেকেই নেতৃত্বের লাইমলাইটে শান্ত। ঘরের মাঠে নিউজিল্যান্ডর বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব দেন তিনি। এরপর বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক সাকিব ইনজুরির কারণে না খেলা অবস্থায় ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দিতে দেখা যায় শান্তকে।
বিশ্বকাপ শেষে তিন সংস্করণের অধিনায়ক সাকিব ইনজুরিতে সময় পার করেন এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যান। এরপর নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০তে নেতৃত্ব দেন শান্ত। এই দলটির বিপক্ষে ঘরের মাঠে দু’টি টেস্টও নেতৃত্ব দেন। নিউজিল্যান্ড সফরে একটি টি-২০ জিতে শান্তর অধীনে সিরিজ ড্র (একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়) করে বাংলাদেশ। এরপর সেখানে একটি ওয়ানডেও জিতে বাংলাদেশ। ঘরের মাঠে একটি টেস্টও জিতেছেন অধিনায়ক শান্ত। সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে টি-২০ সিরিজ হেরে ওয়ানডেতে ২-১ ব্যবধানে জেতে টাইগাররা। তারপর সিলেট টেস্টে বাজে হার।
দলের সাথে যোগ দেয়ার আগে শান্তর ব্যাপারে সাকিব বলেন, ‘খুবই আর্লি স্টেজে আছে শান্ত। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের জন্যই ভাবছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন লিডার হবে।’
ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবিনি
ক্রিকেটে কখনো ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবিনি বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। সাকিব বলেন, ‘যতদিন ক্রিকেট খেলেছি, ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কখনো ভাবিনি। সবসময় চেষ্টা করেছি দলে কিভাবে অবদান রাখা যায়। টেস্ট দলে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই আনন্দিত। ম্যাচ জেতার আশা তো সবসময়ই করি এবং সেটিই হওয়া উচিত।’
নিজের ফেরা নিয়ে সাকিব বলেন, ‘পারসোনাল কোনো গোল নেই। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সাথে গর্বিত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা