বাফুফের নতুন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ মার্চ ২০২৪, ০০:০৫
বায়েজিদ আলম জোবায়ের নিপু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছেড়েছিলেন অর্ধযুগ আগে। প্রায় সাত বছর পর অবশেষে নতুন স্থানীয় টেকনিক্যাল ডিরেক্টর পেল বাফুফে। সাবেক জাতীয় ফুটবলার ও কোচ সাইফুল বারীকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া চূড়ান্ত। গতকাল বাফুফের টেকনিক্যাল কমিটির সভায় আগামী এক বছরের জন্য সাইফুল বারীকে এই পদে নিয়োগের সুপারিশ করা হয়। ১ এপ্রিল থেকে নতুন পদে কাজ শুরু করবেন তিনি।
২০১৬ সালে বায়েজিদ আলম টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়ার পর যোগ দিয়েছিলেন ব্রিটিশ পল স্মলি। তিনি ২০২০ সালে চলে গেলেও আবার তাকে ফিরিয়ে আনে বাফুফে। ২০২৩ সালের মাঝামাঝি তিনি ফের চলে যাওয়ায় পদটি খালি ছিল কয়েকমাস। এবার সেই পদে আসীন হচ্ছেন সাইফুল বারী। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘আমরা এক বছরের জন্য সাইফুল বারীকে দায়িত্ব দিচ্ছি। এর মধ্যে প্রো লাইসেন্স কোর্স আমরা আয়োজন করব না। কারন সাইফুল বারী এই লাইসেন্স দিতে পারবেন না। তবে তিনি এ লাইসেন্স কোর্স সম্পাদন করতে পারবেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা