১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাবায় আর্জেন্টিনার নতুন চমক

-

ক্রীড়াক্ষেত্রে আর্জেন্টিনার নতুন প্রতিভা বলতে এতদিন ফুটবলেই আবদ্ধ ছিল। দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, কার্লোস তেভেজ, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মারিও কেম্পেস, হাভিয়ার স্যাভিওলা, পাবলো আইমার, হুয়ান পরামান রিকুয়েলমে-সহ বহু প্রতিভার জন্ম লাতিন আমেরিকার সর্ব দক্ষিণের এই দেশে। গ্যাব্রিয়েল সাবাতিনির মতো মহিলা টেনিস তারকাও ছিল তাদের। পুরুষ হকিতে আছে দেশটির নামকরা কিছু খেলোয়াড়। এবার দাবায় মেসি-ম্যারাডোনার দেশ পেল নতুন এক বিস্ময়। বয়স মাত্র ১০। ফাউস্তিনো অরো। এই বয়সেই তার কাছে কুপোকাত দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন।
গত শনিবার অল লাইন দাবায় কার্লসেনকে হারিয়ে দাবা বিশ্বে হই চই ফেলে দিয়েছে ফাউস্তিনো অরো। দ্য বুলেট ব্রল নামের অল লাইন দাবায় ৪৮ চালে কাবু করেন কার্লসেনকে। এতেই ফাউস্তিনো অরোর নামের পাশে বসে গেছে মেসি উপাধি।


আরো সংবাদ



premium cement