১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডি মারিয়ার পরিবারকে হত্যার হুমকি

-

লিওনেল মেসির পরই এই মুহূর্তে আর্জেন্টিনার বড় তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। বড় আসরে গোল করা তার অভ্যাস। সর্বশেষ কোপা আমেরিকা এবং বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস পর্ব শেষ করে ডি মারিয়া এখন পর্তুগালের ক্লাব বেনফিকাকে আছেন। ক্যারিয়ারের শেষটা তার নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালে জার্সি গায়ে হওয়ার কথা। তবে তার এই ফেরাটা মেনে নিতে পারছেন না কিছুু উগ্র সমর্থক। ফলে তারা রোজারিওতে ডি মারিয়ার ফেরার বিপক্ষে অবস্থান নিয়েছেন। দিয়েছে তার পরিবারকে হত্যার হুমকি। ডি মারিয়া দেশে ফিরলে রোজারিও যে বাড়িতে থাকেন সোমবার রাতে সেই বাড়িতে গাড়ি থেকে তার পরিবারকে হত্যার হুমকিসংবলিত কাগজে মোড়ানো প্যাকেট ছুড়ে মারা হয়। এরপর চারটি গুলি ছুড়ে দ্রুতগতিতে এলাকা ছাড়ে গাড়িটি। ওই প্যাকেটের কাগেজে লেখা আছে ডি মারিয়া যদি রোজারিওতে ফেরেন তাহলে তার পরিবারকে হত্যা করা হবে। এই জুনেই বেনফিকার সাথে চুক্তি শেষ হওয়ার কথা ডি মারিয়ার।


আরো সংবাদ



premium cement