১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবাহনী ও মেরিনার্সের জয়

-

আগের দিন মেরিনার্সের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিশ্রাম পায়নি পুলিশ হকি দল। ফলে গতকাল ক্লান্ত পুলিশ দলকে ৪-২ গোলে হারিয়েছে আবাহনী। রাকিবুল দু’টি, আশরাফুল ও ভারতের শিশি গাওয়াদ একটি করে গোল করেন। পুলিশের গোলদাতা মালেক ও হাবীব। অপর ম্যাচে মেরিনার্স ১৩-১ গোলে হারায় সাধারণ বীমাকে। সবুজ চারটি, রাজিন্দর তিনটি, রাব্বি দু’টি, অজয় যাদব দু’টি এবং প্রিন্স ও সাদাফ একটি করে গোল করেন। বীমার একমাত্র গোলদাতা ভারতের আশু।


আরো সংবাদ



premium cement