০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সর্বোচ্চটা দিতে চান তানজিম

-

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই নিজেকে চিনিয়েছেন তানজিম হাসান সাকিব। তরুণ এই পেসারের বলে প্রথম দুই ওভারে ফিরে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আর ওয়ান ডাউন তিলক ভার্মা। তানজিম সাকিবের ওই স্পেলটিই ভারতকে পেছনের পায়ে ঠেলে দেয় এবং বাংলাদেশকে জেতাতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই বোলিংটাই তানজিম সাকিবকে বাকিদের চেয়ে আলাদা করে দিয়েছে। হেডকোচ হাথুরুসিংহেও তার প্রতি সন্তুষ্ট। বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও আমলে আনেন হাথুরু। সেই সমীহ জাগানো বোলিংটাই তাকে বিশ্বকাপ দলে জায়গা করে দিয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল ঢাকা ছাড়ার আগে তানজিম বলেন, ‘এটা অসাধারণ এক অনুভূতি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি, পৃথিবীর বড় বড় ক্রিকেটার ওখানে যাবে। এখান থেকে চেষ্টা করবো শিখতে।’ যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন তানজিম সাকিব। সেই সাফল্য এখনো অনেক বড় অনুপ্রেরণা তার। ‘বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সাথে যাচ্ছি। ওইটা আমাকে অনেক মোটিভেশন দেয়। তাই আমার কোনো ধরনের ভয় কাজ করে না। চেষ্টা করবো যাতে দেশকে সর্বোচ্চটা দিতে পারি।’


আরো সংবাদ



premium cement

সকল