০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

হতাশ করলেন বক্সার জিন্নাত

-

অনেক আশা ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত ফেরদৌসের উপর। তাকে ঘিরে পদকেরও আশা ছিল। অথচ এশিয়ান গেমসের পঞ্চম দিন বক্সিং-এর প্রি কোয়ার্টার থেকে বিদায় নিয়েছেন জিন্নাত। মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগ-এর কাছে ৫-০ ব্যবধানে হেরেছেন জিন্নাত। চার জাজের বিচারে ২৭-৩০ পয়েন্টে হেরেছেন জিন্নাত। আর একজন দিয়েছেন ২৬-৩০ ৩ স্কোর। হ্যাংজু জিমনেসিয়ামে প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিন্নাত।
শ্যুটিং : ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে ১৩ দেশের মধ্যে ১২তম হয়েছে বাংলাদেশ। দলগতভাবে স্কোর ১৬৬৯। কামরুন নাহার কলি ৫৬৭ স্কোর করে হয়েছেন ৩৯তম। শায়রা আরেফিন ৫৬০ স্কোর করে ৪৩তম ও নুসরাত জাহান শামসি ৫৪২ স্কোর করে হয়েছেন ৪৪তম। ব্রিজে বাংলাদেশ চীনকে হারালেও পরাজিত হয় চাইনিজ তাইপে, ভারত ও হংকং-এর কাছে।
আজ গলফে সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনের খেলা। শ্যুটিং: মিটার ১০এয়ার পিস্তল (ব্যক্তিগত ও দলগত) শাকের আহমেদ, শাকিল আহমেদ, সাব্বির আল আমিন। ব্রিজ:দ্বিতীয় দিনে আসিফুর রহমান, শাহ জিয়া উল হক, মনিরুল ইসলাম ও কামরুজ্জামান। সাঁতার ৫০ মিটার ফ্রি স্টাইলেসোনিয়া খাতুন। হকিতে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। বক্সিং: ৫১ কেজিতে লড়বেন আবু তালহা। রথ্যাপিড দাবা। বাংলাদেশের ফাহাদ রহমান ১৮, এনামুল হোসেন রাজিব ২০তম হয়েছেন। দু’জনই সাড়ে চার পয়েন্ট করে পেয়েছেন। নারীদের বিভাগে নওশিন আঞ্জুম ২০তম হয়েছেন। পেয়েছেন চার পয়েন্ট।


আরো সংবাদ



premium cement

সকল