এবার তামিমকে নিয়ে নাটক
- ক্রীড়া প্রতিবেদক
- ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
আজকের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপের দলে প্রথমে তাকে রাখা হয়নি। এ নিয়ে ব্যাপক সমালোচনা এবং বিসিবির এক পক্ষের প্রতিবাদ তথা সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের বিপক্ষে ‘বিদ্রোহ’। এতেই নান্নুকে নেয়া হয় ইংল্যান্ডগামী দলে। অবশ্য এতে বলীর পাঠা হতে হয় ব্যাটার জাহাঙ্গীর আলমকে। সেই নান্নু প্রধান নির্বাচক থাকার সময়ে এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হলো না তামিম ইকবালের। গতকাল চূড়ান্ত দল ঘোষণার সময় বাদ দেয়া হয় এই তারকা ওপেনারকে।
ক’দিন আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় অধিনায়ক থাকার সময় ওয়ানডে থেকেই অবসরের ঘোষণা দেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত বদল করেন তিনি। এরপর ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা। সেই ঘটনার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেন চট্টগ্রামের এই ক্রিকেটার। তবে প্রথম ম্যাচে ৪৬ রান করার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নেন। কালও তার খেলা হয়নি। এই যে তার পুরোপুরি ফিট না হওয়া, এটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ফলে ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়নি তাকে।
পরশু রাত থেকেই তামিম ইস্যুতে সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন তথা ক্রীড়াঙ্গন, যা দেশের সব ক্রীড়াপ্রেমীর মধ্যে ছড়িয়ে পড়ে। জানা গেছে, আনফিট তামিমকে দলে চাচ্ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ হাথুরুসিংহে। সাকিবের সাথে পরশু রাতে নিজ বাসায় মিটিং করেন বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে কথা বলেন বিসিবি সভাপতি। এই মাশরাফিই আগের বার তামিমের সিদ্ধান্ত বদলে ভূমিকা রেখেছিলেন। সব কিছুরই যোগফল, এবারের বিশ্বকাপে নেই টাইগারদের হার্ড হিটিং ওপেনার।
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে সব সময়ই আলোচনার খোরাক হয়। ২০০৭ সালের বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে খালেদ মাসুদ পাইলট না মুশফিকুর রহীম- এই বিতর্ক ছিল। ২০১১ সালের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি মাশরাফির। ইনজুরির জন্য ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্তমানের এই সংসদ সদস্য। নিজেকে ফিট ঘোষণা করলেও নির্বাচকরা তাকে দলে স্থান পাওয়ার মতো যোগ্য মনে করেননি।
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপের দলে জামিনে ছাড়া পেয়ে ডাক পান পেসার রুবেল হোসেন। নারী ঘটিত মামলায় জড়িয়ে তার জেলে যাওয়া তার। এরপর দলে ফিরে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার বোলিংয়েই স্মরণীয় জয় বাংলাদেশের।
২০১৯ সালে বিশ্বকাপ স্কোয়াডে ডান না পেয়ে কেঁদেই ফেলেন তাসকিন আহমেদ। যদিও তার এই কান্নার সমালোচনা করেছিলেন খালেদ মাহমুদ সুজন। তাসকিন নিজেকে ফিট বললেও নির্বাচকরা তাকে ফিট মনে করেননি। এই দুঃখজনক ঘটনার সর্বশেষ সংযোজন আকরাম খানের ভাতিজা তামিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা