১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সংক্ষিপ্ত সংবাদ

-

৫ হাজারের ক্লাবে মাহমুদুল্লাহ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখালেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন সিরিজে গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
সিরিজ শুরুর আগে ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ করতে ৫০ রান দরকার ছিলো মাহমুদুল্লাহর। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৪৯ রানের ইনিংস খেলেন। এতে ৫ হাজার রান থেকে ১ রান দূরে ছিলেন। গতকাল তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ইনিংসে ১৬তম ওভারের প্রথম বলে মুশফিকুর রহিমের আউটের পর উইকেটে আসেন মাহমুদুল্লাহ। নিজের মুখোমুখি হওয়া পঞ্চম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার রানের ক্লাবে নাম লিখান তিনি। শেষ পর্যন্ত এ ম্যাচে ২টি চারে ২৭ বলে ২১ রান করে আউট হন এ অলরাউন্ডার।
২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদুল্লাহর। এখন পর্যন্ত ২২১ ম্যাচের ১৯২ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫.৩৫ গড়ে ৫০২০ রান করেছেন তিনি। ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

 

বিশ্বকাপ দলে নেই হাসারাঙ্গা
ক্রীড়া ডেস্ক
শঙ্কা ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে। ইনজুরির সাথে লড়ছিলেন তিনি। সাথে মাহিশ থিকশানাও। শেষ পর্যন্ত হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। ১৫ জনের স্কোয়াডে থিকশানার সাথে দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা জায়গা পেয়েছেন দলে। বাদ পড়েছেন দুশমান্তে চামেরা।
দাসুন শানাকার নেতৃত্ব নিয়ে সংশয় ছিল। তা এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে ব্যাটিংয়ে ভরাডুবির কারণে। তবে তার অধিনায়কত্বেই বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কা। তার ডেপুটি কুশল মেন্ডিস। জায়গা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুজের। প্রামোধ মাদুশান, বিনুরা ফের্নান্ডো ও চামিকা করুণারতেœকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।
শ্রীলঙ্কা স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, চারিথা আসালাঙ্কা, দিমুথ করুণারতেœ, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ভেল্লালাগে, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

 

ওয়ানডে অভিষেকে জাকিরের ১
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আগে দুই ফরম্যাটে অভিষেক হয়েছে জাকির হাসানের। গতকাল ওয়ানডেতে অভিষেক হওয়ায় সব ফরম্যাটে খেলার চক্র পূরণ করলেন সিলেটের এই প্রতিভাবান ক্রিকেটার। মিরপুর শেরেবাংলায় সিরিজের শেষ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বে পথচলা শুরু হয়েছে শান্তর। রাজশাহীর এই টপঅর্ডারের স্মরণীয় দিনে ওয়ানডেতে ক্রিকেটে অভিষেক হলো জাকিরের। তবে ব্যাট হাতে ব্যর্থ জাকির। ওপেন করতে নেমে করলেন ৫ বলে মাত্র এক রান। ক্রিজে টিকে থাকলেন মাত্র ৬ মিনিট।
একই ভেনুতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন জাকির। সে ম্যাচে ৯ বলে করেছিলেন মাত্র ১০ রান। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় জাকিরের। এখন পর্যন্ত খেলেছেন তিন টেস্ট। এক সেঞ্চুরি এবং দুই ফিফটিতে ব্যাট হতে করেছেন ২৫৮ রান।

 

বঙ্গবন্ধু তৃতীয় আন্তর্জাতিক স্কোয়াশ
 ক্রীড়া প্রতিবেদক
টানা তৃতীয়বারের মতো ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় গতকাল শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে বাংলাদেশ, নেদারল্যান্ডস, মিসর, ইরান, কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা অংশ নেবে। মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। গুলশান ক্লাবে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।

 

৩০ সেপ্টেম্বর ঢাকায় প্রো বক্সিং
ক্রীড়া প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বেক্সিমকো এক্সসেল বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট। বাংলাদেশের প্রিমিয়ার প্রো বক্সিংয়ের আয়োজক এক্সবিসির উদ্যোগে ফাইট নাইটে বাংলাদেশ, ভারত, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক ও নেপালের বক্সাররা অংশ নেবেন। ওলিও ওরোলিও অলিভ অয়েলের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন।


আরো সংবাদ



premium cement