০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

পেসারদের দিকে তাকিয়ে ফার্গুসন

মিডিয়ার সাথে কথা বলার সময় ফার্গুসন : নয়াদিগন্ত -

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ স্কোয়াডে পেসার আছেন কেবল তিনজন। মিরপুরের চিরায়ত মন্থর ও নিচু বাউন্সের উইকেটে খেলতে চাইছে স্বাগতিকরা। বিপরীতে এই ধরনের উইকেট বেশ কয়েকজন পেসার নিয়ে এসেছে কিউইরা। অধিনায়ক ও দলের অন্যতম সেরা গতিময় পেসার লকি ফার্গুসন কন্ডিশন বিরূপ হলেও পেসারদের বড় ভূমিকা দেখছেন।
মিরপুরে সব সময়ই কম গতির বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিউইদের স্কোয়াডে পেসার আছেন পাঁচজন। অনিয়মিত মিলিয়ে স্পিনার চারজন। এর মধ্যে ইশ সোধি আর রাচিন রবীন্দ্রকেই রাখতে হবে মূল ভূমিকা। তবে ফার্গুসন, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ব্লেয়ার টিকনারদের নিয়ে গড়া পেস আক্রমণের দিকে তাকিয়ে।
সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন এ রকম কন্ডিশনে কি করতে হয় ভালোই জানা আছে তার, ‘অবশ্যই ভিন্ন রকমের কন্ডিশন। জানি উপমহাদেশে পেসারদের কিভাবে ভিন্ন ভূমিকা নিতে হয়। এমন না যেসব সময় উইকেট নিতে হবে। অনেক সময় রান আটকে রাখার কাজ করতে হবে, যাতে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারে।’
গত মার্চে ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজেও পেসারদের ভালো করতে দেখেন তিনি। সেই সিরিজটাও আত্মবিশ্বাস দিচ্ছে তাকে, ‘যদিও আমি ইংল্যান্ড সিরিজের হাইলাইটস দেখছিলাম, তখন পেসাররাও বেশ কিছু উইকেট পাচ্ছিল।’
তা ছাড়া মিরপুরের উইকেট থেকেও বোল্টরা ঠিকই সুইং আদায় করতে পারবেন বলে আত্মবিশ্বাসী তিনি, ‘আমার ধারণা আর্দ্রতার কারণে বল কিছুটা সুইং করতে পারে। আমরা সুইং বোলিংয়ে আস্থা রাখি। আমি নিশ্চিত কালও (আজ) কিছু সুইং আদায় করতে পারব।’


আরো সংবাদ



premium cement
মেসির মুখে হঠাৎই সৌদির প্রশংসা কিন্তু কেন? বাংলাদেশে খাদ্য-পুষ্টি নিরাপত্তার উন্নয়নে এফএও ও ইআরডির ৪ প্রকল্প চুক্তি সই নকল ডিটারজেন্ট তৈরির কাঁচামাল ও মেশিনসহ গ্রেফতার ১ কাহালুতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওষুধ উপকরণ কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি ফিলিস্তিন ইস্যুতে মুফতি তাকি উসমানির ঐতিহা‌সিক ভাষণ আ'লীগের ক্ষমতা কুক্ষিগত করার মনোবাসনা পূরণ হতে দিবে না জনগণ : এটিএম মা’ছুম সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা প্রার্থিতা ফিরে পেতে ৩য় দিনে ১৫৫ জনের আপিল নাটোর কারাগারে অসুস্থ বিএনপি নেতার রামেক হাসপাতালে মৃত্যু ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫

সকল