রোনালদোর ১০০০ ও নাসরের জয়
- ক্রীড়া ডেস্ক
- ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন পাঁচবার। মহাদেশীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সর্বোচ্চ গোল স্কোরারও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে এশিয়ান সেরার প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবার সিআর সেভেন। সৌদি ক্লাব আল আসরের হয়ে এই লিগে গত পরশু অভিষেক সাবেক রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের। অভিষেক রাঙালেন জয়েই। ইরানি ক্লাব পেরসেপোলিসকে ২-০ ব্যবধানে হারিয়েছে তার দল আল নাসর। ম্যাচে নিজে গোল না পেলেও ছন্দেই ছিলেন পর্তুগালের এই মহা তারকা। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনের খবর, এই ম্যাচের আগে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবল ক্যারিয়ারে ৯৯৯ ম্যাচে অপরাজিত ছিলেন। পেরসেপোলিসের বিপক্ষে জয়ে হাজারতম ম্যাচে হয়ে গেলেন অপরাজিত। পেশাদার ফুটবলে এর মধ্যে ৭৭৬ ম্যাচে জয়ের পাশাপাশি ড্র হয়েছে ২২৪ ম্যাচ। সব মেলে অপরাজিত ১০০০।
২০১৬ সালের পর সৌদি আরবের কোনো ক্লাব এই প্রথম খেলতে গেল ইরানে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকায় ক্লাবগুলোকে মাঝের সময়গুলোতে নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হতে হয়েছে। ম্যাচ জয়ের পর নিজের টুইটারে রোনালদো লিখেছেন, ‘জয়টা দারুণ। ভক্তদের এবং ইরানের সব মানুষকে, যারা এই সফরকে আমাদের জন্য বিশেষ করে তুলেছেন, তাদের জন্য বিশেষ ধন্যবাদ। সত্যিই অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা।’
তেহরানের আজাদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অধিনায়ক হিসেবেই মাঠে নেমেছিলেন রোনালদো। ইরানিরা অবশ্য সরাসরি উপভোগ করার সুযোগ পাননি পর্তুগিজ তারকার খেলা দেখার। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ২০২১ সালে পেরসেপোলিস সমর্থকদের এক ম্যাচ নিষিদ্ধ করেছিল। তাই সম্পূর্ণ খালি স্টেডিয়ামে খেলতে হয়েছে দুই দলকে।
এর আগে ইরানে পৌঁছার পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে উপহার দেয়া হয়েছিল পারস্য গালিচা। পর্তুগিজ তারকা যে কতটা জনপ্রিয়, তা বোঝা গিয়েছিল তেহরানে পৌঁছার পর। রোনালদো-জ্বরে কেঁপেছে গোটা ইরান। ভক্তদের মাঝে শুরু হয়েছিল সেলফি হাহাকার। পাহাড়-ঘেঁষা হোটেলে উঠেছিল সাবেক ম্যানইউ তারকার দল আল নাসর। ইরানের ফুটবল সমর্থকরা তাকে এক নজর দেখার জন্য রীতিমতো পাহাড়বেয়ে উপরে উঠেছেন। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদের। বেগতিক অবস্থার কারণে ম্যাচের আগে অনুশীলন সেশনও বাতিল করতে হয়েছিল। কারণ প্রতিদিন তো আর এত বড় তারকার পাঁ পড়ে না সে ইরানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা